TRENDING:

Lok Sabha Elecction 2024: ছক্কা হাঁকানোর দাবি সৃজনের! যাদবপুরে লাল আবীর উড়বে, আত্মবিশ্বাসী ‌বামপ্রার্থী

Last Updated:

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, 'ভোট শান্তিপূর্ণ হবে। সাধারণ মানুষ নিজের ভোট নিজেই প্রয়োগ করতে পারবে। যাকে ইচ্ছা তাকেই ভোট দেবে।' তবে যাদবপুর কেন্দ্রের এই তরুণ প্রার্থী জেতার ব্যাপারে নিশ্চিত। কেন্দ্রের  রং লালই হবে বলে জানান তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: আগামী শনিবার শেষ  অর্থাৎ সপ্তম দফা ভোট। এদিনই ভোট দক্ষিণ ২৪ পরগনার চারটি লোকসভা কেন্দ্র জয়নগর, যাদবপুর ,মথুরাপুর, ডায়মন্ড হারবারে। শেষ দিনে প্রচারে ঝড় তুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য।
advertisement

বারুইপুর পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামেন তিনি। তার সঙ্গে ছিলেন পলিটব্যুরো সদস্য নীলোৎপল বসু। শেষদিনের প্রচারে বেরিয়ে সৃজন জানান, মানুষকে মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে তিনি ছক্কা মারবেন বলে দাবি সৃজনের। সুজন চক্রবর্তী ও মহম্মদ সেলিম জিতবেন বলেও দাবি করেন তিনি।

advertisement

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভোট শান্তিপূর্ণ হবে। সাধারণ মানুষ নিজের ভোট নিজেই প্রয়োগ করতে পারবে। যাকে ইচ্ছা তাকেই ভোট দেবে।’ তবে যাদবপুর কেন্দ্রের এই তরুণ প্রার্থী জেতার ব্যাপারে নিশ্চিত। কেন্দ্রের  রং লালই হবে বলে জানান তিনি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Elecction 2024: ছক্কা হাঁকানোর দাবি সৃজনের! যাদবপুরে লাল আবীর উড়বে, আত্মবিশ্বাসী ‌বামপ্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল