আসানসোল লোকসভা কেন্দ্রে গণনা শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়াকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আর শত্রুঘ্ন সিনহা যত জয়ের দিকে এগিয়েছেন, ততই উচ্ছ্বাস বেড়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। আর বেলা একটু বাড়তেই সেই উচ্ছ্বাস এসে পড়েছে শহরের রাজপথে। রাস্তায় বাজি ফাটিয়ে রীতিমতো উদযাপন করতে দেখা গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের। আসানসোলে তৃণমূল শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে বাজি ফাটিয়ে সেলিব্রেশন করেছেন তৃণমূল কর্মীরা।
advertisement
এদিন সকাল থেকেই কার্যত উৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। এরপর আসানসোলে যখনই তৃণমূল প্রার্থী এগিয়ে যেতে শুরু করেন, তখন এই রাস্তায় নেমে পড়েন দলীয় কর্ম সমর্থকরা। সবুজ আবির মেখে দলীয় ঝান্ডা হাতে তারা রাস্তায় নেমে সেলিব্রেশন করেছেন। সেলিব্রেশনের মাত্রা বাড়িয়ে রাস্তায় বাজি ফাটানো হয়েছে। কার্যত অকাল দিওয়ালি পালন করা হয়েছে আসানসোলে। অন্যদিকে দুর্গাপুরে ব্যাপকভাবে উচ্ছ্বাস দেখা গিয়েছে।
m
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ দিলীপ ঘোষের থেকে ব্যবধান অনেকটা বাড়ানোর খবর পাওয়ার পরেই কর্মী সমর্থকরা আনন্দ উচ্ছাসে মেতে ওঠেন। ডিজে বাজিয়ে দুর্গাপুরে সেলিব্রেশনে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা।
নয়ন ঘোষ