TRENDING:

Asansol TMC Celebration: জয়ী শত্রুঘ্ন সিনহা, আসানসোলের রাস্তায় সবুজ আবীরে অকাল দিওয়ালি, দুর্গাপুরে ডিজে বাজিয়ে উন্মাদনা

Last Updated:

শত্রুঘ্ন সিনহা যত জয়ের দিকে এগিয়েছেন, ততই উচ্ছাস বেড়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। আর বেলা একটু বাড়তেই সেই উচ্ছ্বাস এসে পড়েছে শহরের রাজপথে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান : অপেক্ষা ছিল। ছিল সবরকমের প্রস্তুতি। আর ভোটের পালে হাওয়া সেই দিকে যেতেই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। এক এক করে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থীরা এগিয়ে গিয়েছেন, তখন রাজ্যজুড়ে ঘাসফুল শিবিরের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উদযাপন দেখা গিয়েছে। সেই একই ছবি দেখা গিয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রে।
advertisement

আসানসোল লোকসভা কেন্দ্রে গণনা শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়াকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আর শত্রুঘ্ন সিনহা যত জয়ের দিকে এগিয়েছেন, ততই উচ্ছ্বাস বেড়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। আর বেলা একটু বাড়তেই সেই উচ্ছ্বাস এসে পড়েছে শহরের রাজপথে। রাস্তায় বাজি ফাটিয়ে রীতিমতো উদযাপন করতে দেখা গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের। আসানসোলে তৃণমূল শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে বাজি ফাটিয়ে সেলিব্রেশন করেছেন তৃণমূল কর্মীরা।

advertisement

আরও পড়ুনLok Sabha Election 2024 Results Update : ভোটে দেব, গণনার চাপা টেনশন, আগের রাতে কী করলেন তৃণমূলের জনপ্রিয় প্রার্থী? রইল ছবি

এদিন সকাল থেকেই কার্যত উৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। এরপর আসানসোলে যখনই তৃণমূল প্রার্থী এগিয়ে যেতে শুরু করেন, তখন এই রাস্তায় নেমে পড়েন দলীয় কর্ম সমর্থকরা। সবুজ আবির মেখে দলীয় ঝান্ডা হাতে তারা রাস্তায় নেমে সেলিব্রেশন করেছেন। সেলিব্রেশনের মাত্রা বাড়িয়ে রাস্তায় বাজি ফাটানো হয়েছে। কার্যত অকাল দিওয়ালি পালন করা হয়েছে আসানসোলে। অন্যদিকে দুর্গাপুরে ব্যাপকভাবে উচ্ছ্বাস দেখা গিয়েছে।

advertisement

View More

m

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ দিলীপ ঘোষের থেকে ব্যবধান অনেকটা বাড়ানোর খবর পাওয়ার পরেই কর্মী সমর্থকরা আনন্দ উচ্ছাসে মেতে ওঠেন। ডিজে বাজিয়ে দুর্গাপুরে সেলিব্রেশনে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

নয়ন ঘোষ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asansol TMC Celebration: জয়ী শত্রুঘ্ন সিনহা, আসানসোলের রাস্তায় সবুজ আবীরে অকাল দিওয়ালি, দুর্গাপুরে ডিজে বাজিয়ে উন্মাদনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল