হাওড়া লোকসভা কেন্দ্রে মোট ৪২০ জন ৷ মাইক্রো অবজারভার থাকবেন ৷ ১১৪ টি ৷ ভিডিও ক্যামেরা দিয়ে কড়া নজর রাখা হবে ৷ এছাড়াও মোট ৬৩৮ টি সিসিটিভি ক্যামেরা থাকবে ৷ ৩০১ টি বুথে চলবে ওয়েব কাস্টিং ৷ মোট ১৪৭৩ টি বুথেই কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ সহযোগে চলবে কড়া নজরদারি ৷
advertisement
সোমবার দেশে পঞ্চম দফার ভোট ৷ রাজ্যের ৭টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ ৷ ভোটের লাইনে দাঁড়াবে হাওড়া, উলুবেড়িয়া, বনগাঁ, বারাকপুর, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগে ৷ কমিশনের বিশেষ নজর রয়েছে বারাকপুরেও। বারাকপুরের ১০০ শতাংশ আসন স্পর্শকাতর ঘোষণা কমিশনের ৷ অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন করতে তৎপর কমিশন। নিরাপত্তা বাড়তি সতর্কতা কমিশনের ৷ ৭টি কেন্দ্রে ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মজুত থাকবে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবার দুপুরে বারাসতে জেলাশাসকের দফতরে বৈঠক সারলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ৷