পশ্চিমবঙ্গের বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দূর্গাপুর, আসানসোল, বীরভূমে এবং বোলপুরে চলবে ভোটগ্রহণ ৷ চতুর্থ দফায় এই রাজ্যের ভোটে থাকবে ৫৬২ কোম্পানি আধাসেনা ৷ প্রায় সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী ৷
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের উপর যদি নজর রাখা যায় ৷ তাহলে দেখা যাবে, এই লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা-১৬,৯৪,৫৯০ জন, এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা- ৮,৬৪,০১৮ এবং মহিলা ভোটারের সংখ্যা ৮,২৬,৫২৪ ৷ তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৪৮ ৷ এই লোকসভা কেন্দ্রে মোট ১৯১৯টি কেন্দ্রে নির্বাচন হবে ৷ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডল ৷ তাঁর বিরুদ্ধে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন পরেশ চন্দ্র দাস ৷
advertisement
অন্যদিকে, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এবার মোট ভোটার সংখ্যা ১৭,২১,৪৬০ জন ৷ এদের মধ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৮,৭৬,৪৮৫ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৮,৪৪,৯৫২ জন ৷ এই কেন্দ্রে মোট বুথের সংখ্যা ২০৮৭ ৷