TRENDING:

‘বিজেপি ৮টি আসন পেলে রাজনীতি ছাড়ব’, কড়া চ্যালেঞ্জ অনুব্রতর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারাসত: কখনও গুড়-বাতাসা ৷ আবার কখনও নকুলদানা-শলাকা ৷ আসন্ন লোকসভা নির্বাচনের মুখে নয়া দাওয়াই নিয়ে বারবারই বিতর্কে জড়াচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অনুব্রত মণ্ডল ৷ এবার প্রকাশ্যে বিজেপিকে সরাসরি কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অনুব্রত ৷
advertisement

শুক্রবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে অনুব্রত জানান, ‘আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি যদি ৮টি আসন পায় ৷ তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব ৷’ অন্যদিকে, অর্জুন সিংয়ের প্রসঙ্গে অনুব্রতর মন্তব্য, ‘অর্জুন সিং কি বাঘ, যে ওর নাম নেব ৷ ও আগে নিজেকে সামলাক ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ট অর্জুন সিং ৷ বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি ৷ দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে লড়বেন অর্জুন সিং ৷ ২০০৯ সাল এবং ২০১৪ সালে বিপক্ষ দলকে হারিয়ে নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছেন দীনেশ ত্রিবেদী ৷ অন্যদিকে, অর্জুন সিং-ও যথেষ্ট শক্তিশালী এই লোকসভা কেন্দ্রে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘বিজেপি ৮টি আসন পেলে রাজনীতি ছাড়ব’, কড়া চ্যালেঞ্জ অনুব্রতর