TRENDING:

Lok Sabha Election 2024: থেকে ‌যাবে স্মৃতি, নতুন ভোটারা গাছ লাগাল ভোটগ্রহণ কেন্দ্রে

Last Updated:

Lok Sabha Election 2024: নির্বাচনকে উপলক্ষ করে বৃক্ষরোপণের নিদর্শনের প্রথম দেখা মিলল নদিয়ার রানাঘাট সাব ডিভিশনে। শুধু তাই নয়, নতুন ভোটারদের ভোট বিষয়ে সচেতন করতে ও একাধারে পরিবেশ রক্ষর লক্ষ্যে তাদের হাত দিয়েই বৃক্ষরোপণের অভিনব এই পদক্ষেপ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে লাগানো হচ্ছে চারা গাছ। রানাঘাট মহকুমায় অভূতপূর্ব উদ্যোগ। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে চলছে প্রচার। নাওয়া-খাওয়ার সময় নেই প্রার্থীদের। অন্যদিকে প্রশাসনিক কর্মকর্তারাও বসে নেই। তবে চৈত্রের অন্তিমে তীব্র দাবদাহকে উপেক্ষা করেই সাজো সাজো রব নির্বাচন উপলক্ষে। তবে হাঁসফাঁস করা তীব্র এই গরম থেকে কিছুটা রক্ষা পেতে একটাই ভরসা উপযুক্ত পরিমাণে গাছ লাগানো।
advertisement

ঠিক এমন অবস্থায় নির্বাচনকে উপলক্ষ করে বৃক্ষরোপণের নিদর্শনের প্রথম দেখা মিলল নদিয়ার রানাঘাট সাব ডিভিশনে। শুধু তাই নয়, নতুন ভোটারদের ভোট বিষয়ে সচেতন করতে ও একাধারে পরিবেশ রক্ষর লক্ষ্যে তাদের হাত দিয়েই বৃক্ষরোপণের অভিনব এই পদক্ষেপ নিল রানাঘাট মহকুমা প্রশাসন। তারই অঙ্গ হিসেবে রানাঘাট মহকুমার শান্তিপুর ব্লকের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে নতুন ভোটারদের সঙ্গে নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করল রানাঘাট মহকুমা প্রশাসন।

advertisement

আর‌ও পড়ুন: ২০০ জনের বেশি নয় রামনবমীর মিছিলে

ফুলিয়া শিক্ষা নিকেতন স্কুলে নতুন ভোটারদের হাত দিয়ে বৃক্ষ রোপন করা হয়। মূলত প্রত্যেক বছরই প্রশাসনের তরফে নতুন ভোটারদের সচেতন করতে উদ্যোগ নেওয়া হয়। এবার সেই উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি যোগ হওয়ায় গোটা বিষয়টি একটি অন্য মাত্রা পেল বলে মনে করছেন সাধারণ মানুষ। নতুন ভোটারাও খুশি। কারণ তাঁদের প্রথম ভোটদানকে স্মরণীয় করে রাখবে এই গাছ। এই প্রসঙ্গে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানান, রানাঘাট সাব ডিভিশনের মোট ৭৫৩ টি বুথ। তবে শান্তিপুর ব্লক অফিসের অন্তর্গত ১৭২ টি পোলিং স্টেশন অর্থাৎ ৩৪০ টি বুথ এর আওতায় এসেছে। তবে এগুলি বেশিরভাগ ক্ষেত্রেই বিদ্যালয়। তাই আগামীতে চারা গাছের বেড়ে ওঠা এবং রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়-দায়িত্ব তাদের উপর অর্পণ করার কথা বলা হয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কমবে চাষের খরচ, বৃদ্ধি পাবে চিনাবাদাম উৎপাদন! কৃষকদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: থেকে ‌যাবে স্মৃতি, নতুন ভোটারা গাছ লাগাল ভোটগ্রহণ কেন্দ্রে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল