ঠিক এমন অবস্থায় নির্বাচনকে উপলক্ষ করে বৃক্ষরোপণের নিদর্শনের প্রথম দেখা মিলল নদিয়ার রানাঘাট সাব ডিভিশনে। শুধু তাই নয়, নতুন ভোটারদের ভোট বিষয়ে সচেতন করতে ও একাধারে পরিবেশ রক্ষর লক্ষ্যে তাদের হাত দিয়েই বৃক্ষরোপণের অভিনব এই পদক্ষেপ নিল রানাঘাট মহকুমা প্রশাসন। তারই অঙ্গ হিসেবে রানাঘাট মহকুমার শান্তিপুর ব্লকের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে নতুন ভোটারদের সঙ্গে নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করল রানাঘাট মহকুমা প্রশাসন।
advertisement
আরও পড়ুন: ২০০ জনের বেশি নয় রামনবমীর মিছিলে
ফুলিয়া শিক্ষা নিকেতন স্কুলে নতুন ভোটারদের হাত দিয়ে বৃক্ষ রোপন করা হয়। মূলত প্রত্যেক বছরই প্রশাসনের তরফে নতুন ভোটারদের সচেতন করতে উদ্যোগ নেওয়া হয়। এবার সেই উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি যোগ হওয়ায় গোটা বিষয়টি একটি অন্য মাত্রা পেল বলে মনে করছেন সাধারণ মানুষ। নতুন ভোটারাও খুশি। কারণ তাঁদের প্রথম ভোটদানকে স্মরণীয় করে রাখবে এই গাছ। এই প্রসঙ্গে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানান, রানাঘাট সাব ডিভিশনের মোট ৭৫৩ টি বুথ। তবে শান্তিপুর ব্লক অফিসের অন্তর্গত ১৭২ টি পোলিং স্টেশন অর্থাৎ ৩৪০ টি বুথ এর আওতায় এসেছে। তবে এগুলি বেশিরভাগ ক্ষেত্রেই বিদ্যালয়। তাই আগামীতে চারা গাছের বেড়ে ওঠা এবং রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়-দায়িত্ব তাদের উপর অর্পণ করার কথা বলা হয়েছে।
মৈনাক দেবনাথ





