সাধারণত কাঁচঢাকা গাড়িতেই জেলাশাসকের মত উচ্চপদস্থ আমলাদের দেখে অভ্যস্ত গ্রামের সাধারণ মানুষ। সেই তাঁকেই সাধারণ মানুষের মত সাইকেল চালাতে দেখে তাজ্জব সকলে। এদিন সকালে সাইকেল চালিয়ে এসে তিনি প্রথমে স্কুল পরিদর্শন করেন এবং সাধারন মানুষের সঙ্গে কথা বলেন। এলাকায় ভোট কেমন হয় তা সাধারণ মানুষের কাছে খোঁজ নেন। পাশাপাশি এই গ্রাম সীমান্ত সংলগ্ন হওয়ায় সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথাও তিনি শোনেন এবং এই সমস্যাগুলি নির্বাচনের পর খতিয়ে দেখবেন বলে প্রতিশ্রুতি দেন।
advertisement
আরও পড়ুন: মাটি ছেড়ে মাচায় সব সবজির চাষ, মালামাল কৃষকরা
জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন এসডিও ও চাপরা ব্লকের আধিকারিকরা। গ্রামের বিভিন্ন পাড়ায় পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন জেলাশাসক, তাঁদের অভাব অভিযোগ শোনেন l জেলাশাসককে কাছে পেয়ে খুশি গ্রামের সাধারণ মানুষ। তাঁকে দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তাদের সঙ্গেও গণতান্ত্রিক উপায়ে নির্ভীকভাবে ভোটদানের নানান কথাবার্তা আলোচনা করেন তিনি। এর পাশাপাশি ভোটকেন্দ্রের উপযুক্ত বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখেন।
মৈনাক দেবনাথ