TRENDING:

Lok Sabha Election 2024: দেব-হিরণ মুখোমুখি লড়াই? ঘাটালের রণাঙ্গনে হাইভোল্টেজ ভোটযুদ্ধ যেন শুরু আজ থেকেই

Last Updated:

ঘাটালে দেবের মুখোমুখি হিরণ৷ দুই হিরোর টক্কর হতে চলেছে লোকসভা ভোটে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: লোকসভা ভোটের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি৷ দিল্লি থেকে সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হল প্রার্থীদের নাম৷ জানা গেল পশ্চিমবঙ্গের বিজেপি প্রার্থীদের তালিকা৷ এবারে ঘাটালে প্রার্থী হবেন দেব, এ কথা আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এখনও আনুষ্ঠানিক ভাবে তালিকা ঘোষিত হয়নি৷ যদিও এ কথা ধরে নেওয়া যায়, দেবই প্রার্থী হতে চলেছে ঘাটালে৷ আর সেখানেই এ বার মুখোমুখি দেবের সহকর্মী ও টলি তারকা হিরণ্ময় চট্টোপাধ্যায়৷ অর্থাৎ, এখনও চূড়ান্ত না হলেও বলাই চলে, দুই হিরোর টক্কর হতে চলেছে লোকসভা ভোটে৷
দেব-হিরণ মুখোমুখি লড়াই! ঘাটালের রণাঙ্গনে হাইভোল্টেজ ভোটযুদ্ধ যেন শুরু আজ থেকেই
দেব-হিরণ মুখোমুখি লড়াই! ঘাটালের রণাঙ্গনে হাইভোল্টেজ ভোটযুদ্ধ যেন শুরু আজ থেকেই
advertisement

দেব রাজনীতি ছাড়ার খবরে কয়েকদিন আগেও সরগরম হয়েছিল রাজনৈতিক মহল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মত বদলান অভিনেতা সাংসদ৷ তাঁকে পাশে নিয়েই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দেব ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন, সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন, সেই দাবি মেনে নিয়েছেন মমতা৷ তার পর দেব বলেন, তিনি মমতার কাছে কৃতজ্ঞ, তাই তিনি তৃণমূলের হয়ে লড়বেন৷ মমতাও বলেন, ঘাটাল থেকেই লড়াই করবেন দেব৷

advertisement

আরও পড়ুন: লক্ষ‍্য লোকসভা, প্রচার শুরু করছেন অভিষেক! কবে, কোথায় সভা? জেনে নিন

এবার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হতে দেখা গেল বড় চমক৷ ঘাটালের প্রার্থী হচ্ছেন অভিনেতা সাংসদ হিরণ৷ সুতরাং ঘাটালে এবার মুখোমুখি দেব-হিরণ৷

বারাণসী আসন থেকেই লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই আসন থেকেই তিনি লড়ে আসছেন, এ বারেও সেই আসনেই লড়ছেন৷ পাশাপাশি, পশ্চিবঙ্গের মোট ২০টি আসনের প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির৷

advertisement

যে রাজ্যগুলির আসন ঘোষণা করা হয়েছে, সেগুলি হল উত্তরপ্রদেশ (৫১), পশ্চিমবঙ্গ (২০), মধ্যপ্রদেশ (২৪), গুজরাত (১৫), রাজস্থান (১৫), কেরল (১২), তেলঙ্গানা (৯), অসম (১১), ঝাড়খন্ড (১১), ছত্তিশগড় (১১), দিল্লি (৫), জম্মু ও কাশ্মীর (২), উত্তরাখণ্ড (৩), অরুণাচল প্রদেশ (২), গোয়া (১), ত্রিপুরা (১), আন্দামান (১), দমন ও দিউ (১)৷

advertisement

লোকসভা নির্বাচন ২০২৪

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: দেব-হিরণ মুখোমুখি লড়াই? ঘাটালের রণাঙ্গনে হাইভোল্টেজ ভোটযুদ্ধ যেন শুরু আজ থেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল