দেব রাজনীতি ছাড়ার খবরে কয়েকদিন আগেও সরগরম হয়েছিল রাজনৈতিক মহল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মত বদলান অভিনেতা সাংসদ৷ তাঁকে পাশে নিয়েই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দেব ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন, সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন, সেই দাবি মেনে নিয়েছেন মমতা৷ তার পর দেব বলেন, তিনি মমতার কাছে কৃতজ্ঞ, তাই তিনি তৃণমূলের হয়ে লড়বেন৷ মমতাও বলেন, ঘাটাল থেকেই লড়াই করবেন দেব৷
advertisement
আরও পড়ুন: লক্ষ্য লোকসভা, প্রচার শুরু করছেন অভিষেক! কবে, কোথায় সভা? জেনে নিন
এবার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হতে দেখা গেল বড় চমক৷ ঘাটালের প্রার্থী হচ্ছেন অভিনেতা সাংসদ হিরণ৷ সুতরাং ঘাটালে এবার মুখোমুখি দেব-হিরণ৷
বারাণসী আসন থেকেই লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই আসন থেকেই তিনি লড়ে আসছেন, এ বারেও সেই আসনেই লড়ছেন৷ পাশাপাশি, পশ্চিবঙ্গের মোট ২০টি আসনের প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির৷
যে রাজ্যগুলির আসন ঘোষণা করা হয়েছে, সেগুলি হল উত্তরপ্রদেশ (৫১), পশ্চিমবঙ্গ (২০), মধ্যপ্রদেশ (২৪), গুজরাত (১৫), রাজস্থান (১৫), কেরল (১২), তেলঙ্গানা (৯), অসম (১১), ঝাড়খন্ড (১১), ছত্তিশগড় (১১), দিল্লি (৫), জম্মু ও কাশ্মীর (২), উত্তরাখণ্ড (৩), অরুণাচল প্রদেশ (২), গোয়া (১), ত্রিপুরা (১), আন্দামান (১), দমন ও দিউ (১)৷