ঘটনার পর পাঁচ মাস কেটে গিয়েছে হাল ফেরেনি ওই এলাকার বাগজোলা খাল থেকে কেষ্টপুর খাল অবধি যে পাশ খাল তার আশপাশের এলাকার। সেই পাশ খালে গজিয়ে উঠেছে আগাছার জঙ্গল, কোথাও কোথাও বিকল হয়ে রয়েছে বাতিস্তম্ভ। এন কে ডি এ কর্তৃপক্ষের গাফিলতি অভিযোগ করছে স্থানীয়রা। খুন ও ধর্ষণ এর ঘটনা যেই জায়গায় ঘটে সেখানে এখনও একই অবস্থা রয়েছে। যত্রতত্র ছড়িয়ে রয়েছে মদের গ্লাস ও মদের বোতল। রাত বাড়লেই বসে মদের আসর পুলিশের নজরদারি এড়িয়েই চলছে বহিরাগতদের আনাগোনা। ওই ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ এসে একদিন চারজনকে তাড়া করেছে। ওরা ছুটে পালিয়েছে। জঙ্গল পরিষ্কার হোক এবং বাড়ানো হোক নিরাপত্তা এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের।
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: চতুর্থ টেস্টে ভারতের একাদশে একাধিক বদল! কে থাকল আর কে বাদ? জেনে নিন বিস্তারিত
এ বিষয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য ও নিউটাউন এর বাসিন্দা অনুপম ঘোষ জানান, ঝোপঝাড় বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব এন কে ডি এর । আগে এন কে ডি এ-কে জানালে কিছু কাজকর্ম হতো, সবটা না হলেও। এখানে যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি সেই অর্থে নেই, এই কাজগুলো দেখার দায়িত্ব এমপি, এমএলএদের, নয় কাউন্সিলর বা পুরসভা থাকলে পুরসভার প্রতিনিধিদের। এখন যেহেতু নেই সেহেতু দেখার দায়িত্ব এন কে ডি- এর । বারবার ফোন করা সত্ত্বেও কোন কাজ হয় না। যার ফলে ভুগছন নিউটনবাসী ভুগছেন।
Subha Dhali