শান্তিপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এই পুরাতন মসজিদ এলাকাতে প্রায় হাজার খানেক মানুষের বসবাস। এদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের। পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই এগিয়ে আসেন এই মসজিদ কমিটি। আলোচনার মাধ্যমে স্থির হয় এই মসজিদে রাখা হবে ভিন রাজ্য ফেরত শ্রমিকদের। মসজিদের এক পাশের একটি জায়গাতে সরকারি বিধি নিষেধ মেনে করা হয়েছে কোরেন্টাইন সেন্টার।
advertisement
এই মসজিদের ভিতরে রয়েছেন ৬ জনের একটি দল, যারা মহারাষ্ট্র থেকে এখানে এসে রয়েছেন। সেখানে আলো, পাখা, বাথরুম সবকিছুই রয়েছে। এই মসজিদের ইমাম মহম্মদ হাকিম জানান, মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি এবং পাড়ার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে আমরা এদেরকে থাকতে দিয়েছি, তৈরি করেছি কোয়ারেন্টাইন সেন্টার। এবং তার জন্য আমরা সবরকম ব্যবস্থা করেছি।
শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান অজয় দে জানান চারটি ওয়ার্ড পিছু একটি কর্মীকে রাখা হয়েছে৷ কেউ যেন অসুবিধা না পড়েন তারই দেখভাল করার জন্য রয়েছেন এই সব কর্মী৷ পরিযায়ী যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তারা এখানকার ব্যবস্থাপনা যথেষ্টই খুশি।