হুগলির চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চট্টোপাধ্যায়কে নিয়ে ত্রিবেণীর প্রস্তাবিত আরওবি এলাকা ঘুরে দেখেন। ছিলেন আরপিএফ আধিকারিকরা। রেল ও রাজ্য যৌথভাবে এই ব্রীজ তৈরি হলে ত্রিবেণীর যানজট সমস্যা দূর হবে। এলাকার বাসিন্দারা চাইছেন দ্রুত ব্রীজ তৈরি হোক।
advertisement
ত্রিবেণী একটি প্রাচীন জনপদ। ত্রিবেণী সঙ্গমে ২০২১ সাল থেকে নতুন করে কুম্ভ মেলা শুরু হয়েছে। শিবপুর মাঠে এক মাস ধরে চলে মিলন মেলা। গাজী দরগার উরষ উৎসবে বহু মানুষের উপস্থিতি থাকে। অপারিসর রাস্তায় গাড়ি চলাচল করাই সমস্যা হয়ে দাঁড়ায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁশবেড়িয়ার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, ত্রিবেণীকে যানজট মুক্ত করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিবেণীতে সারা বছরই বহু মানুষের সমাগম হয়। রেল ও জেলা প্রশাসনের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেছেন। রেল যে জায়গা সীমানা নির্ধারণ করেছে সেখানে কাজ হবে। কাজ যখন চলবে তখন মানুষের যাতায়াতের যাতে সমস্যা না হয় সেটাও দেখতে হবে। ত্রিবেণীতে যানজট কাটাতে রেল ওভার ব্রিজের প্রস্তাব পুরসভার।
রাহী হালদার