TRENDING:

Voter list: বিরাট ষড়যন্ত্র? জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ! অবাক করা ঘটনা রাজ্যে

Last Updated:

Voter list: জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দা শ্রী খোকন দাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: পূর্বস্থলীর স্বরডাঙ্গা এলাকায় ঘটে গেল বিস্ময়কর এক ঘটনা। জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দা শ্রী খোকন দাস।
জীবিত ব্যক্তির নাম বাদ ভোটার তালিকায়
জীবিত ব্যক্তির নাম বাদ ভোটার তালিকায়
advertisement

জানা গিয়েছে, খোকন দাসের ভোটার কার্ড নম্বর TFM2554046, পার্ট নং ২০০। গত ৩০ বছর ধরে তিনি ভোটার তালিকাভুক্ত এবং নিয়মিত ভোট দিয়ে আসছেন। শুধু তিনিই নন, তাঁর স্ত্রী ও ছেলে দীর্ঘদিন ধরেই একই তালিকায় নাম রয়েছে। কিন্তু ২০২৪ সালের ২২ জানুয়ারি প্রকাশিত নতুন ভোটার তালিকায় দেখা যায়, তাঁকে মৃত দেখিয়ে ৬৪১ নম্বর স্লিপ থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন: তারাপীঠে নয়া নিয়ম, ব্যবসায়ীদের বড় সিদ্ধান্ত! না জানলে মহা সমস্যায় পড়তে হবে পর্যটকদের

এদিন খোকনবাবু বিষয়টি নিয়ে জানতে পেরে গভীর উদ্বেগ প্রকাশ করে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের নির্বাচন কমিশনারের কাছে আবেদনপত্র জমা দেন। পাশাপাশি কালেখাতলা এক পঞ্চায়েতে লিখিত অভিযোগও দায়ের করেন। আবেদনপত্রে তিনি বলেন, “আমি নিয়মিত ভোট দিয়ে আসছি। হঠাৎ করে আমাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ায় আমি হতবাক।”

advertisement

আরও পড়ুন: বৃষ্টি ভাসাবে নাকি মনোরম আবহাওয়া! ভেস্তে যাবে পাহাড় ঘোরার প্ল্যান? বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিন আবহাওয়া দফতরের আজকের মেগা আপডেট

এ প্রসঙ্গে কালেখাতলা এক পঞ্চায়েতের প্রধান পঙ্কজ দে জানান, “এ ধরনের সমস্যায় অন্য কেউ পড়েছেন কিনা খতিয়ে দেখা হবে। আমি খোকনবাবুকে নির্বাচন কমিশনে জানানোর পরামর্শ দিয়েছি। বিষয়টি চক্রান্তও হতে পারে।” এদিকে স্থানীয় বিজেপি নেতা সমর দাস কড়া ভাষায় প্রশাসনকে আক্রমণ করে বলেন, “এভাবে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে নাম কেটে দেওয়া হলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্ঠুতা কোথায়! নির্বাচনী দফতরে শাসক দলের আশীর্বাদধন্য অপদার্থ সরকারি কর্মীরা আছেন। তারাই এই কাণ্ড ঘটাচ্ছে বলে মনে হয়। বিষয়টি আমরা দলের উচ্চ নেতৃত্বকে জানাব।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Voter list: বিরাট ষড়যন্ত্র? জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ! অবাক করা ঘটনা রাজ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল