মৃতের নাম রেবতী সরকার, বয়স ৩৮। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের লাহিরিপুর গ্রাম পঞ্চায়েতের জহর কলোনিতে সোমবার সকালে মাঠ থেকে গরু আনতে যাওয়ার সময় বাজ পড়ে। সেই বাজেই মাঠে হঠাৎ মৃত্যু হয় মহিলার। আচমকা মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
আরও পড়ুন: মুহূর্তের মধ্যে বদলে যাবে আবহাওয়া, কলকাতায় প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস!
advertisement
রাজ্যে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ জেলায় ঝড়-বৃষ্টি হচ্ছে। কালবৈশাখীর তাণ্ডবে বহু ক্ষয়ক্ষতি হয় এই সময়। এদিনই প্রথম বাজ পড়ে মৃত্যুর খবর পাওয়া গেল দক্ষিণ ২৪ পরগনায়। এই সময় বজ্রপাত অর্থাৎ বজ্রপাতের ঘটনাও বেড়ে যায়। প্রতি বছর বজ্রপাতে অনেক মানুষ ও গবাদি পশু মারা যায়।
বজ্রপাতের সময় কংক্রিটের ছাদের নীচে চলে যান। জানালার কাচ, টিনের ছাদ, ভেজা জিনিসপত্র এবং লোহার হাতল থেকে নিজেকে দূরে রাখুন। বজ্রপাতের সময় জলের সংস্পর্শে থাকবেন না। যানবাহনের আয়না ঢেকে রাখুন। মজবুত ছাদযুক্ত গাড়িতে থাকুন, খোলা ছাদযুক্ত যানবাহনে চড়বেন না।
অনুপ বিশ্বাস