প্রসঙ্গত, এতদিন ধরে অর্থাৎ বিগত পাঁচ বছর পশ্চিম বর্ধমান জেলার বইমেলার আয়োজন করা হত আসানসোলে। তবে এ'বছর আসানসোলের বদলে রানিগঞ্জে বইমেলার আয়োজন করা হয়েছে। বইমেলার উদ্বোধনে হাজির হয়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়-সহ বিশিষ্টরা। তাছাড়া, এদিন বইমেলার উদ্বোধন অনুষ্ঠান হিসেবে একটি বিশেষ পথযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই পদযাত্রাটি এসে বইমেলা প্রাঙ্গণের সামনে শেষ হয়। তারপর প্রদীপ জ্বালিয়ে বইমেলার উদ্বোধন করা হয়েছে। এই বইমেলায় ইতিমধ্যে মানুষজনের ভিড় জমতে শুরু করেছে। বিভিন্ন লেখকের বহু সংখ্যক বই নিয়ে হাজির হয়েছেন পাবলিশার-রা। পাশাপাশি হিন্দি এবং উর্দু ভাষাভাষী বই মেলায় নিয়ে আসার জন্য পাবলিশারদের কাছে আবেদন করেছেন গ্রন্থাগার মন্ত্রী।
advertisement
Nayan Ghosh