কোদালিয়া ২ পঞ্চায়েতের ১২০ নম্বর বুথ তৃণমূলের ঘাঁটি বলে পরিচিত। সেই ঘাঁটি এবারের ভোটে একেবারে ভেঙে দেয় সিপিআইএম এর তরুণ প্রার্থী শুভঙ্কর রাহা। এর আগে ২০০৩ সালে শেষ বারের মত এই বুথ বামেরা জিতেছিল। তারপর থেকে আর দাঁত ফোটাতে পারেনি বাম শিবির।
advertisement
আরও পড়ুন : সুখবর সুখবর…! ৯০ নয়, ৮০ নয়, অনলাইনে ৭০ টাকায় কিনুন ১ কেজি টমেটো! কী ভাবে? ঝটপট দেখে নিন
কিন্তু অন্যান্য বছরের তুলনায় এ বছর নতুন উদ্দীপনায় লড়তে দেখা যায় বাম শিবিরকে। গত বিধানসভায় একাধিক তরুণ যুবক যুবতিকে প্রার্থী করেছিল বাম শিবির।এবারের পঞ্চায়েত ভোটেও সেই তরুণদের উপরে ভরসা রাখে বামেরা। এলাকার একাধিক সমস্যাকে হাতিয়ার করে ভোটের লড়াইয়ে নেমেছিল তরুণ তুর্কি শুভঙ্কর।
তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছিলেন এই যুবক।ভোট বাক্সে তারই প্রভাব দেখা গিয়েছিল ১১তারিখ। বিপুল ভোটে জয়ী হয় বাম প্রার্থী। আজ দলীয় কর্মীদের নিয়ে নিজের বুথে বিজয় মিছিল করেন জয়ী বাম প্রার্থী। তবে আগামী দিনে পুরোনো জমি বাম শিবির ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।