TRENDING:

Left Win: দীর্ঘ কুড়ি বছর পর বামেদের বিজয় মিছিল! তৃণমূলের 'এই' ঘাঁটি ভেঙে নজির গড়লেন সিপিআইএম-এর তরুণ তুর্কি

Last Updated:

Left Win: কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতে এই বছরের নির্বাচনে দুটি আসনে জয়লাভ করে নজির গড়েছে বামফ্রন্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোদালিয়া: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ জয় হয়েছে শাসকদল তৃণমূলের। পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ গ্রাম বাংলায় প্রায় সর্বত্রই দেখা গিয়েছে ঘাসফুলের জয়জয়কার। কিন্তু ব্যতিক্রম যে ঘটেনি তেমনটাও নয়। কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতে এই বছরের নির্বাচনে দুটি আসনে জয়লাভ করে নজির গড়েছে বামফ্রন্ট।
পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম
পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম
advertisement

কোদালিয়া ২ পঞ্চায়েতের ১২০ নম্বর বুথ তৃণমূলের ঘাঁটি বলে পরিচিত। সেই ঘাঁটি এবারের ভোটে একেবারে ভেঙে দেয় সিপিআইএম এর তরুণ প্রার্থী শুভঙ্কর রাহা। এর আগে ২০০৩ সালে শেষ বারের মত এই বুথ বামেরা জিতেছিল। তারপর থেকে আর দাঁত ফোটাতে পারেনি বাম শিবির।

আরও পড়ুন : কলকাতার ‘নস্টালজিয়া’ হলুদ ট্যাক্সি এবার মোবাইল অ্যাপে! ফোনে আঙুল ছুঁইয়েই ডেকে নিন ‘এইভাবে’! জানুন বিশদে

advertisement

আরও পড়ুন : সুখবর সুখবর…! ৯০ নয়, ৮০ নয়, অনলাইনে ৭০ টাকায় কিনুন ১ কেজি টমেটো! কী ভাবে? ঝটপট দেখে নিন

কিন্তু অন্যান্য বছরের তুলনায় এ বছর নতুন উদ্দীপনায় লড়তে দেখা যায় বাম শিবিরকে। গত বিধানসভায় একাধিক তরুণ যুবক যুবতিকে প্রার্থী করেছিল বাম শিবির।এবারের পঞ্চায়েত ভোটেও সেই তরুণদের উপরে ভরসা রাখে বামেরা। এলাকার একাধিক সমস্যাকে হাতিয়ার করে ভোটের লড়াইয়ে নেমেছিল তরুণ তুর্কি শুভঙ্কর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছিলেন এই যুবক।ভোট বাক্সে তারই প্রভাব দেখা গিয়েছিল ১১তারিখ। বিপুল ভোটে জয়ী হয় বাম প্রার্থী। আজ দলীয় কর্মীদের নিয়ে নিজের বুথে বিজয় মিছিল করেন জয়ী বাম প্রার্থী। তবে আগামী দিনে পুরোনো জমি বাম শিবির ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Left Win: দীর্ঘ কুড়ি বছর পর বামেদের বিজয় মিছিল! তৃণমূলের 'এই' ঘাঁটি ভেঙে নজির গড়লেন সিপিআইএম-এর তরুণ তুর্কি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল