TRENDING:

Panchayat Election 2023: হল না সাগরদিঘি মডেল, দুই জেলায় কংগ্রেসকে বাদ দিয়েই প্রার্থী ঘোষণা বামেদের

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনে জোট নিয়ে বামফ্রন্ট অথবা কংগ্রেস নেতৃত্ব এখনও নির্দিষ্ট কোনও অবস্থান জানায়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর: পঞ্চায়েত নির্বাচনেও সাগরদিঘি মডেলের পুনরাবৃত্তি হবে কি না তা নিয়ে জল্পনা ছিলই৷ কিন্তু কংগ্রেসের জন্য কোনও আসন না ছেড়েই দুই জেলার জেলা পরিষদ আসনে প্রার্থী ঘোষণা করে দিল বামফ্রন্ট৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

গতকালই পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে৷ আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া৷ পঞ্চায়েত ভোটেও বাম-কংগ্রেস জোট হবে কি না, তা নিয়ে জল্পনা ছিলই রাজনৈতিক মহলে৷ এরই মধ্যে কংগ্রেসের জন্য কোনও আসন না ছেড়েই পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদ আসনগুিলতে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট৷

advertisement

Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল )  Check LIVE

আরও পড়ুন: ৪৪ দিন, ৪০০০ কিলোমিটার, ১৮ জেলা! বড় ‘মাইলফলক’ ছুঁয়েও নব জোয়ার নিয়ে বিরাট সিদ্ধান্ত অভিষেকের!

শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ৬০টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করল জেলা বামফ্রন্ট। এ দিন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কার্যালয়ে এক সাক্ষাৎকারে সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ জানান, জেলা পরিষদের মোট ৬০টি আসনের মধ্যে ৫৫টি আসনে সিপিএম ও ৫টি আসনে প্রার্থী দেবে সিপিআই। কংগ্রেসের সঙ্গে কোনও আসন সমঝোতা হয়নি বলে জানিয়ে দিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ।https://bengali.news18.com/web-stories/business/rules-of-changing-torn-notes-from-banks-dmg-web/” width=”300″ height=”150″>

advertisement

একই ভাবে পূর্ব বর্ধমান জেলাতেও জেলা পরিষদের ৬৬টি আসনের মধ্যে ৬২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জেলা বামফ্রন্ট নেতৃত্ব৷ ফরওয়ার্ড ব্লক তিনটি, আরএসপি ও সিপিআই একটি করে আসনে প্রার্থী দেবে। বাকি আসনগুলিতে সিপিএম লড়াই করবে। বাকি চারটি আসনে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

পঞ্চায়েত নির্বাচনে জোট নিয়ে বামফ্রন্ট অথবা কংগ্রেস নেতৃত্ব এখনও নির্দিষ্ট কোনও অবস্থান জানায়নি৷ তবে দু দিন আগেই দলের রাজ্য সম্পাদকমণ্ডলীতে সাগরদিঘি মডেলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠায় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের পক্ষেই সওয়াল করেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ পঞ্চায়েত নির্বাচনে শেষ পর্যন্ত দুই দলের রণকৌশল কী হয়, নজর এখন সেিদকেই৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023: হল না সাগরদিঘি মডেল, দুই জেলায় কংগ্রেসকে বাদ দিয়েই প্রার্থী ঘোষণা বামেদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল