যদিও বায়রনের দলবদলের সিদ্ধান্তে সাগরদিঘি মডেল ব্যর্থ হয়ে গেল, এমন কথা মানতে নারাজ বাম-কংগ্রেস নেতারা৷ আবার পাল্টা বায়রনের দাবি, সাগরদিঘিতে ফের ভোট হলে তিনি জিতে প্রমাণ করে দেবেন যে নিজের কৃতিত্বেই ভোটে জয়ী হয়েছিলেন তিনি৷
আরও পড়ুন: ‘ভাইটি আমার…’, দল বদল করেই মারাত্মক অভিযোগ বায়রনের! জবাব দিলেন অধীর
advertisement
সাগরদিঘি উপনির্বাচনে জয়ের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছছিলেন, ‘এই জয় প্রমাণ করল যে মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রতিরোধ্য নয়৷’ এ দিন বায়রনের দলবদলের পর সেই অধীর চৌধুরীই বলেন, ‘এই ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শতগুনে ভাল কাউকে ভবিষ্যতে প্রার্থী করব আমরা। এর আগেও মুর্শিদাবাদে কংগ্রেস ছেড়ে অনেকে চলে গিয়েছেন। তাতে কংগ্রেসের কোনও ক্ষতি হয়নি। বরং কংগ্রেস আরও শক্তিশালী হয়ে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে।’
সরাসরি তৃণমূলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন অধীর চৌধুরী। তিনি বলেন, ‘এর ফলে মানুষের ়সামনে তৃণমূলের চেহারা আরও নগ্ন হল। মানুষের রায়কে মেনে নেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। তিনি মানুষের রায়কে পদদলিত করলেন। আমরা দিদি আপনার চ্যালেঞ্জ মেনে নিলাম। আগামী দিনে মোলাকাত হবে রাজনীতির ময়দানে, নির্বাচনের ময়দানে। আমাদের জেদ আরও বাড়ল। কংগ্রেস কর্মীদের বলছি, আপনারা এতটুকু দুঃখ পাবেন না। এক মাঘে শীত যায় না।’
একই সুরে বায়রনকে আক্রমণ করেছেন সিপিএম নেতারাও। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, ‘সাগরদিঘির মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন৷ সাগরদিঘির মানুষ তাঁকে যে শাস্তি দেওয়ার দেবে৷ মানুষ ওনাকে নয়, তৃণমূল বিজেপি বিরোধী প্রার্থীকে ভোট দিয়েছেন মানুষ৷ কাল ভোট হলে আবার মানুষ তাই করবে৷ এতে সাগরদিঘি মডেল ব্যর্থ হওয়ার কোনও প্রশ্ন নেই।’
সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যও বলেন, ‘মডেল মুখ থুবড়ে পড়ল না৷ হাটেবাজারে বিক্রি হওয়া প্রাণী পাওয়া যায়৷ সেরকম কিছু প্রাণী মানুষের মধ্যে থাকেন৷ সেরমকই একটি প্রাণী বিক্রি হয়ে গেল৷ নরেন্দ্র মোদি- অমিত শাহের পদাঙ্কই তৃণমূল অনুসরণ করল৷ এর পরিণতি মারাত্মক৷’
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমি তো বলেইছিলাম যে বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দেবে। তৃণমূল যে সর্বগ্রাসী, তা ফের প্রমাণিত হল।
যদিও বাম কংগ্রেস নেতাদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বায়রন নিজেই। এ দিন তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেছেন, ‘আমি বিশ্বাসঘাতকতা করেছি বলে যদি কেউ অভিযোগ করে তাহলে আবার সাগরদিঘিতে ভোট হোক, আমি আবার জিতে দেখাব। আমার জয়ে কংগ্রেসের কোনও অবদান ছিল না। ওখানে আমরা ব্যক্তিগত ভাবে মানুষের কাজ করেছিলাম বলে জয়ী হয়েছি।’