আর ক'টা দিন বাদেই কালীপুজো। ঘর-বাড়ি সাজাতে বাজারে ঢল নেমেছে লেজার লাইটের বিভিন্ন ভ্যারাইটির। কোনওটা ক্রমাগত ঘুরে ঘুরে আলো ছড়িয়ে দিচ্ছে, কোনওটা আবার এক জায়গায় থেমে থেকেই চারদিক আলোকিত করছে। বিভিন্ন ধরনের চিত্র, বিভিন্ন ধরনের আঁকিবুকি এবং বিভিন্ন ধরনের সাউন্ড-এর লেজার লাইট এখন নজর কাড়ছে। জঙ্গলমহল, মেদিনীপুরের ভিন্ন ভিন্ন দোকানে এই আলো কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা।
advertisement
লেজার লাইট বিক্রেতা রাকেশ ও সর্পরাজ বলেন, একসময় মানুষ মাটির প্রদীপ দিয়ে ঘর সাজাতেন। এরপর উঠে আসে ইলেকট্রিক টুনি বাল্ব। গত বছরও টুনি বাল্বের দাপট ছিল। কিন্তু এই বছর লেজার লাইটের চাহিদা বেশি।
Partha Mukherjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2022 6:29 PM IST