TRENDING:

মেশিনের সঙ্গে হাতের কঠিন লড়াই, মা লক্ষ্মীর পুজো দিয়েই নতুন শপথ নিয়ে ঝাঁপাচ্ছেন ব্যবসায়ীরা

Last Updated:

এই তা বাজারে হাতে ভাজা মুড়ির রমরমা শেষ হতে বসেছে। হাতে ভাজা মুড়ির স্থান দখল করেছে মেশিনে ভাজা মুড়ি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: লক্ষ্মী পুজো। তবে থিমের। বর্ধমানের তা বাজারের থিমের লক্ষ্মীপুজো এবছর ৪৮ বছরে পা দিল। লক্ষ্মী নারায়ণের কাহিনীর থিমে এবারে বর্ধমানের বাজেপ্রতাপপুরের তা বাজারের লক্ষ্মীপুজো। এবারে লক্ষ্মীপুজোর থিম ভগবান নারায়ণের পুরী ধামে জগন্নাথ রূপে আবির্ভাব রহস্য।
Laxmi Puja 2022: special theme in bardhaman people watching
Laxmi Puja 2022: special theme in bardhaman people watching
advertisement

তা বাজার শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ পুজো কমিটির পক্ষে শুভঙ্কর পুরোকাইত, মিঠুন দাস প্রমুখরা জানিয়েছেন, ‘‘লক্ষ্মীকে নিয়েই সারা বছর নাড়াচাড়া, লক্ষ্মীকে নিয়েই জীবন অতিবাহিত যখন – তখন সেই লক্ষ্মীপুজো যে ধুমধাম সহকারে করতেই হবে - এই ভাবনাকে সামনে রেখেই বর্ধমান শহরের বাজেপ্রতাপপুরের তা বাজারের এই লক্ষ্মীপুজো শুরু হয়।’’

আরও পড়ুন -   চরম চ্যালেঞ্জ নিয়ে দিনের পর দিন চলছিল খোঁজ, আমাজনের গহীণ অরণ্যে পাওয়া গেল ২৫ তলা লম্বা গাছ, রইল ফটো

advertisement

অন্যান্য পুজোর মতই লক্ষ্মী পুজোকে ঘিরেও যে থিমের প্রচলন তাতে নজির গড়েছে এই তা বাজারের ব্যবসায়ীরা। লক্ষ্মী-নারায়ণের পৌরাণিক গল্পের অনুসরণ করেই  থিম করা হয়। গতবছর করা হয় নারায়ণের মধু কৈটভ বধ। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, ‘‘এই তা বাজারেই একটা সময় ছিল হাতে ভাজা মুড়ির রমরমা। নয়নয় করেও প্রায় ২০ থেকে ২২টি পরিবার এই হাতে ভাজা মুড়ির কারবারে যুক্ত ছিলেন। যেহেতু চাল নিয়েই তাঁদের কারবার, তাই লক্ষ্মীপুজোর প্রচলন হয়। ’’

advertisement

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবছর পুজোর বাজেট প্রায় ২ লক্ষ টাকা। করোনা পরিস্থিতির জেরে গত ২ বছর পুজোর উন্মাদনায় কিছুটা ঘাটতি থাকলেও এবারে তা পুষিয়ে নিতে চাইছেন সকলেই। রাত জেগে হয় দেবীর আরাধনা। রবিবার সারারাত জেগে পুজো চলবে। সোমবার হবে প্রসাদ বিতরণ। মঙ্গলবার আয়োজন করা হয়েছে পুজো উপলক্ষে খেলার। বুধবার হবে নরনারায়ণ সেবা। বৃহস্পতিবার হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শুক্রবার হবে শোভাযাত্রা সহকারে বিসর্জন।

advertisement

বর্ধমানের বাজেপ্রতাপপুরের এই তা বাজারে হাতে ভাজা মুড়ির রমরমা শেষ হতে বসেছে। হাতে ভাজা মুড়ির স্থান দখল করেছে মেশিনে ভাজা মুড়ি। বর্তমানে মেশিনে ভাজা মুড়ির রমরমা। কমছে হাতে ভাজা মুড়ির কদর। কিন্তু তবুও এই পুজোকে টিকিয়ে রাখতে চাইছেন সকলেই।

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

Saradindu Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেশিনের সঙ্গে হাতের কঠিন লড়াই, মা লক্ষ্মীর পুজো দিয়েই নতুন শপথ নিয়ে ঝাঁপাচ্ছেন ব্যবসায়ীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল