ল’ক্লার্করা পেন ডাউনের পর বার অ্যাসোসিয়েশনের কর্মবিরতির সিদ্ধান্তে বিচারব্যবস্থার আরও সংকট তৈরি হয়েছে। এমনিতেই আদালতে মামলার পাহাড় জমে রয়েছে; বহু মামলা দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ।বার অ্যাসোসিয়েশনের দাবী, বেশ কয়েকটি আদালতে বিচারক নেই। দেওয়ানি একটি আদালতে বিচারক নেই। ফলে দেওয়ানি মামলার শুনানি কার্যত বন্ধ। অন্য দিকে, ফৌজদারি মামলার ক্ষেত্রেও দু’টি আদালত বহু দিন ধরে বিচারকশূন্য।এতে বিচারপ্রার্থীদের আদালতে এসে ফিরে যেতে হচ্ছে প্রতিদিনই। আইনজীবীদের অভিযোগ, বার বার হাইকোর্টে চিঠি পাঠিয়েও বিচারক নিয়োগের বিষয়ে কোনও সুরাহা হয়নি।
advertisement
ল’ক্লার্কস অ্যাসোসিয়েশনের অভিযোগ, প্রত্যেকদিন রাত ৮টা-৯টা পর্যন্ত সিজেএম আদালতে পুলিশ ফাইলের কেসের শুনানি হচ্ছে। সিজেএমের আদালত রাত্রি পর্যন্ত খোলা থাকায় একদিকে যেমন সমস্যায় পড়ছেন বিচারপ্রার্থীরা তেমনই সমস্যায় পড়ছেন ল’ক্লার্কও। যারা স্থানীয় তারা বাড়ি ফিরতে পারলেও যাদের দূরে বাড়ি অনেকেই বাড়ি ফিরতে পারছেন না। এই সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত পেন ডাউন কর্মসূচি চলবে সিদ্ধান্ত সংগঠনের। এই সিদ্ধান্তের কথা জেলা জর্জকে জানিয়ে দিয়েছেন তারা।
এই পরিস্থিতিতে, বর্ধমান আদালতের আসা হাজার হাজার বিচারপ্রার্থী এই আশা নিয়ে অপেক্ষা করছেন যে, হাইকোর্টের হস্তক্ষেপে দ্রুত এই অচলাবস্থা কাটবে এবং বিচারপ্রার্থীরা পুনরায় আইনি পরিষেবা পাবেন।কবে ঠিক হবে এই পরিস্থিতি।