আরও পড়ুনঃ প্রতি সিজেনে বাচ্চার জ্বর-সর্দি কাশি হচ্ছে? আজই শুরু করুন এই ৪ কাজ, সন্তান সারাবছর থাকবে চনমনে
আবারও রেফার রোগ। স্ত্রীর কিডনির সমস্যা থেকে হার্ট-এর রোগ রয়েছে। টোটো চালিয়ে দিন গুজরান করে বন্দ্যোপাধ্যায় পরিবার। আর্থিক সমস্যার জন্য নিজেই অসুস্থ স্ত্রীকে টোটোতে চাপিয়ে মুর্শিদাবাদ-এর কেতুগ্রাম থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যান। রেফার করা হয় শিবানী বন্দ্যোপাধ্যায়কে। অর্থের অভাবে অ্যাম্বুলেন্স ছাড়াই টোটো করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল দম্পতি। গতকাল, বুধবার ভোরবেলা রওনা দেয়।
advertisement
আরও পড়ুনঃ এক টুকরো আমলকি, ব্যাস! শুধু এই নিয়মে খেলেই ইউরিক অ্যাসিডের টিকি থাকবে না শরীরে
প্রায় ১৬ ঘণ্টা জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পথে টোটো করে এসে ডানকুনিতে দাঁড়িয়ে ব্যাটারি চার্জ করেন স্বামী উপেন বন্দ্যোপাধ্যায়। বিষয়টি জানতে পেরে ডানকুনি পুরসভার চেয়ারপার্সন হাসিনা শবনমের উদ্যোগে অ্যাম্বুলেন্সে করে কলকাতার মেডিক্যাল কলেজে পাঠানো হয় ঐ পরিবারকে।