TRENDING:

Howrah News: ৫১২ জন মহিলার লড়াই, বিশাল মাপের লুডো প্রতিযোগিতায় জিতলে এলইডি টিভি, হারলে...

Last Updated:

৫১২ জন মহিলার অংশগ্রহণে জেলায় সর্ববৃহৎ লুডো প্রতিযোগিতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ৫১২ জন মহিলার অংশগ্রহণে লুডো প্রতিযোগিতা হাওড়ায়! এই অতিমাত্রায় ডিজিটাল ব্যবহারের সময়ে স্মার্টফোনের মায়াজাল কাটিয়ে লুডো খেলতে হাওড়া শহরে রীতিমত মহিলা প্রতিযোগীর জোয়ার। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই ঘটনা ঘটে চলেছে শহর হাওড়ায় বুকে। হাওড়া শহর ও গ্রাম অঞ্চল উলুবেড়িয়া তো বটেই। মহিলাদের উপস্থিতি ছিল কলকাতা ও বর্ধমান থেকেও। সারা বছর ধরে বাংলা জুড়ে অনুষ্ঠিত হওয়া ফুটবল ক্রিকেটের টুর্নামেন্টকেও যেন হার মানিয়ে দেয় বালিটুকিরি সদানন্দ স্মৃতি সংঘের লুডো প্রতিযোগিতা। প্রতি বছর ক্রমেই বাড়ছে লুডো খেলায় অংশগ্রহণে প্রতিযোগিদের সংখ্যা। সংসারের হেঁসেল ছেড়ে খেলার ময়দানে বাড়ির গৃহিণীরা। খেলার ময়দানে কেউ কাউকে বিন্দুমাত্র জায়গা ছাড়তে নারাজ।
advertisement

কয়েক সপ্তাহব্যাপী শনি-রবিবার ছুটির দিন খেলা। একসঙ্গে অসংখ্য প্রতিযোগী। একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্রতিযোগিতা মোটেও হালকা ভাবে নিচ্ছেন না মহিলারা। প্রথম স্থান দখলের চেষ্টায় কঠিন লড়াই। প্রথম হতে পারলেই এলইডি টেলিভিশন। তবে হার মানলেও নিরাশ হচ্ছে না প্রতিযোগিরা। কারণ হেরে গেলেও হাতে পুরস্কার মিলছে। তার ফলে খেলার প্রতি মহিলাদের আকর্ষণ বেশ দারুণ। হারি জিতি নাহি লাজ হাতে মিলবে পুরস্কার। পরাজিত হলেও পুরস্কার সঙ্গে সঙ্গে হাতে মিলছে। এতে দারুণ আনন্দিত মহিলারা। প্রতিবছর সদানন্দ স্মৃতি সংঘের লুডো প্রতিযোগিতার বাড়ছে বহর। শুরুতে হাওড়া শহর কেন্দ্রিক এই লুডো প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকলেও। বর্তমানে গোটা জেলার পাশাপাশি আত্মীয় পরিজনের মাধ্যমে পার্শ্ববর্তী জেলা থেকেও প্রতিযোগি হাজির এই লুডো প্রতিযোগিতায়।

advertisement

আরও পড়ুন: মহাকুম্ভের পুণ্যস্নানে যেতে চান, টিকিট পাচ্ছেন না, ভারতীয় রেল দিচ্ছে হাজার-হাজার ট্রেনের টিকিট

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

জেলায় এত বড় মাপের লুডো প্রতিযোগিতা আয়োজন। প্রতিযোগীদের অংশগ্রহণের যেভাবে উৎসাহ দেখা গেছে তাতে দারুণভাবে আনন্দিত উদ্যোক্তারা। আরও কীভাবে এই প্রতিযোগিতাকে সমৃদ্ধ করা যায় সে বিষয়ে সচেষ্ট সদানন্দ স্মৃতি সংঘের সদস্যরা।মোট ৫১২ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। এ বছর চতুর্থতম বর্ষ। এই লুডো প্রতিযোগিতা দারুণ ভাবে সাড়া ফেলেছে জেলায়। এবার অতিথি হিসেবে হাজির ছিলেন হাওড়া পুরসভার চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী, সৃষ্টিধর ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, শুভাশিষ পাল, হারাধন ঘোষাল ,স্বপ্না পাল, শঙ্কর ঘড়ু, দীপক দেয়াশী, তপন মালিক, স্বপন কুমার দাস, দিলীপ দে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। একথা জানান সংঘের সাধারণ সম্পাদক সৌমেন ব্যানার্জি, তিন দিন ধরে চলবে এই খেলা। আর পর্যায়ক্রমে আছে নানা আকর্ষণীয় পুরস্কার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ৫১২ জন মহিলার লড়াই, বিশাল মাপের লুডো প্রতিযোগিতায় জিতলে এলইডি টিভি, হারলে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল