TRENDING:

Lakshmikanta Mondal: মালা-মিষ্টি-ফুলের তোড়া, এভারেস্ট জয় করে বাড়ি ফিরে শুভেচ্ছা 'শ্রাবণে' ভাসলেন তমলুকের ভূমিপুত্র লক্ষীকান্ত মণ্ডল

Last Updated:

Lakshmikanta Mondal: এভারেস্ট জয় করে তমলুকের লক্ষীকান্ত বাড়ি ফেরার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন লক্ষীকান্ত মণ্ডল। ফুল দিয়ে সাজানো গাড়ি। গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে বাজনা বাজিয়ে ভূমিপুত্রকে নিয়ে চলছে এলাকা প্রদক্ষিণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: এভারেস্ট জয় করে তমলুকের লক্ষীকান্ত বাড়ি ফেরার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন লক্ষীকান্ত মণ্ডল। ফুল দিয়ে সাজানো গাড়ি। গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে বাজনা বাজিয়ে ভূমিপুত্রকে নিয়ে চলছে এলাকা প্রদক্ষিণ।
এভারেস্ট জয় করে তমলুকের লক্ষীকান্ত
এভারেস্ট জয় করে তমলুকের লক্ষীকান্ত
advertisement

অসম্ভবকে সম্ভব করে ইতিহাস গড়েন পূর্ব মেদিনীপুরের তমলুক শহিদ মাতঙ্গিনী ব্লকের প্রত্যন্ত গ্রাম মথুরির ছেলে লক্ষীকান্ত মণ্ডল। জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই গৌরবময় মুহূর্ত জানার পর থেকেই খুশির জোয়ারে ভাসছে গোটা গ্রাম। অপেক্ষা ছিল শুধুমাত্র তাঁর বাড়ি ফেরার।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

সেই মতো শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি থেকে সোজা তমলুক রাজবাড়ি ময়দানে লক্ষীকান্তকে শুভেচ্ছা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আবরার, তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ভাইস চেয়ারম্যান-সহ একাধিক জনপ্রতিনিধিরা। ফুলের তোড়া, গলায় ফুলের মালা, উত্তরীয় ও মিষ্টি দিয়ে একের পর এক শুভেচ্ছার শ্রাবণে ভাসিয়ে দিলেন সংগঠনের সদস্য সদস্যরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmikanta Mondal: মালা-মিষ্টি-ফুলের তোড়া, এভারেস্ট জয় করে বাড়ি ফিরে শুভেচ্ছা 'শ্রাবণে' ভাসলেন তমলুকের ভূমিপুত্র লক্ষীকান্ত মণ্ডল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল