লক্ষ্মণ শেঠের বর্তমানে ৭৮ বছর বয়স৷ কয়েকদিন আগেই কলকাতার বাসিন্দা মানসী দে-কে বিয়ে করেছেন তমলুকের প্রাক্তন সাংসদ৷ এ প্রসঙ্গেই এ দিন সাংবাদিকরা লক্ষ্মণ শেঠকে প্রশ্ন করেন, এই বয়সে কেন তিনি ফের বিয়ের সিদ্ধান্ত নিলেন? জবাবে লক্ষ্মণ শেঠের সপাটে জবাব, এক ইনিংসে কি খেলা শেষ হয়ে যায়? হয় না, খেলা হবে!
advertisement
আরও পড়ুন: ৭৮-এ লক্ষণের মন জিতলেন কলকাতার মানসী, কে তিনি? দেখুন নবদম্পতির প্রথম ছবি
২০১৬ সালে মৃত্যু হয় লক্ষ্মণ শেঠের প্রথম স্ত্রী এবং প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের৷ লক্ষ্মণ- তমালিকার দুই ছেলেও রয়েছে৷ দ্বিতীয় বিয়ের পরেই লক্ষ্মণ শেঠ জানিয়েছিলেন, তমালিকার মৃত্যুর পর থেকেই প্রবল একাকীত্বে ভুগতে শুরু করেন তিনি৷ সম্প্রতি সেই একাকীত্ব আর সামলে দিনযাপনই কঠিন হয়ে উঠছিল তাঁঁর কাছে৷ সেই কারণেই নতুন করে একজন জীবনসঙ্গীকে খুঁজছিলেন লক্ষ্মণ৷
এই অবস্থাতেই এক পরিচিতের মাধ্যমে মানসীর সঙ্গে আলাপ হয় লক্ষ্মণ শেঠের৷ প্রাথমিক কথাবার্তার পর চার হাত এক করার সিদ্ধান্ত নেন দু জনেই৷ কয়েকদিনের মধ্যেই ঘরোয়া অনুষ্ঠানে আইনি মতে বিয়ে হয় লক্ষ্মণ এবং মানসীর৷
তবে লক্ষ্মণ শেঠ জানিয়েছেন, কলকাতা এবং হলদিয়াতে বউভাতের অনুষ্ঠান করবেন তিনি৷ তাঁর দিনক্ষণও জানিয়ে দেবেন বর্তমানে কংগ্রেস নেতা৷