আরও পড়ুন Weather Update: আগামী ৫দিন টানা ভারী বৃষ্টির আশঙ্কা কোথায়? সময়ের কত আগে বর্ষার প্রবেশ রাজ্যে?
ছবিলা খাতুন দায়িত্ব নেন চৌধুরী খাইরুল আলমের দুই সন্তানের । চৌধুরী খাইরুল আলমের মা বলেন , " দীর্ঘদিন ধরে আমার ছেলে শারীরিক অসুস্থতায় ভুগছে । বেশ কয়েক মাস বেঙ্গালুরু থেকেও চিকিৎসা করিয়ে ছিলাম । কিন্তু তারপরও কোনও সমাধান হয়নি । এমনকি আমি নিজের কিডনি ওকে দিতে চেয়েছিলাম । কিন্তু আমার হার্টের সমস্যা থাকায় আমি দিতে পারলাম না । আমার একটাই ছেলে ও তার দুটো ছেলে । সব কিছু জেনে ছবিলা আমাদের পাশে দাঁড়িয়েছে । আমার নাতি দুটোর পড়াশোনার দায়িত্ব নিয়েছে । আমি প্রাণ ভরে ওকে আশীর্বাদ করি । ভগবান ওর ভাল করুক । "
advertisement
চৌধুরী খাইরুল আলমের স্ত্রী চৌধুরী নাজমা খাতুন বলেন, " আমার স্বামী অনেক দিন ধরেই অসুস্থ । দুটো কিডনি খারাপ । আমার আর কেউ নেই । চিন্তায় ছিলাম যে কে আমাদের সাহায্য করবে । আমরা ছেলে দুটোকে পড়াতে পারছিলাম না । তারপরই ছবিলাদির সাথে ওর পরিচয় হয় । উনি আমার ছেলে দুটোর পড়াশোনার দায়িত্ব নেন । " তবে এসব যেন ছবিলার কাছে কিছুই নয় , তার সাফ কথা - " আমার সহকর্মী , তার সমস্যাতে পাশে দাঁড়ানোটাই কর্তব্য , সেটাই করেছি মাত্র" । উল্লেখ্য এই ছবিলাই ছবি ভাইরাল হয়েছিল৷ বীরভূমের মহম্মদবাজারের একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থী মায়ের সদ্যোজাত শিশুর কান্না থামাতে নিজের দুধ পান করেছিলেন তিনি৷ সেই সময় তাঁর ডিউটি চলছিল সেই কেন্দ্রে।