পূর্ব মেদিনীপুর জেলায় দুটি সাংগঠনিক জেলা আছে। একটি কাঁথি, একটি তমলুক। দুই জেলায় জেলাসভাপতি আছেন। এ ছাড়া ব্লক স্তর পর্যন্ত সংগঠন আছে তৃণমূলের। অভিযোগ বহু ক্ষেত্রেই দলের একাধিক কর্মীদের মধ্যে প্রকট সংযোগের অভাব ৷ আর সেখানেই এবার বিশেষ দায়িত্ব নিয়ে আসলেন কুণাল।
আরও পড়ুন- আজ থেকে শুরু তৃণমূলের ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি
advertisement
এদিন নারকেল ফাটিয়ে গৃহপ্রবেশ করেন তিনি। পুজো অর্চনাও করেন কুণাল ঘোষ। বাড়িতে রয়েছে তিনটি ঘর, সাংবাদিক সম্মেলন করার জায়গা। যাবতীয় ব্যবস্থা রয়েছে এই বাড়িতে। আপাতত এই বাড়ি থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় সংযোগ করবেন কুণাল।
শুভেন্দুর গড়ে কুণাল ভরসা- যা নিয়ে রাজনৈতিক চর্চা অব্যাহত। এরই মধ্যে হলদিয়ায় কুণালের বাড়ি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা। কুণাল অবশ্য জানিয়েছেন, দলে আমাদের পর্যবেক্ষক পদ নেই। আমাকে সংযোগ করার জন্য বিশেষ দায়িত্ব দিয়ে জেলায় পাঠানো হয়েছে ৷
গড়পাড়ের পাশাপাশি হলদিয়াতেও এবার সময় দেবেন কুণাল ঘোষ ৷