TRENDING:

Crime: কৃষ্ণনগরে ছাত্রী খুনে নয়া মোড়! আর্থিক লেনদেনের বিবাদ থেকেই চরম পরিণতি? তদন্তে পুলিশ

Last Updated:

কৃষ্ণনগরে পুলিশ সুপারের অফিসের অনতিদূরে এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, কৃষ্ণনগর উত্তর কালীনগরের বাসিন্দা, কৃষ্ণনগর লেডি কারমাইকেল গার্লস হাই স্কুলে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী, গত কাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর: সমীর রুদ্র:  কৃষ্ণনগরে পুলিশ সুপারের অফিসের অনতিদূরে এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

সূত্রের খবর, কৃষ্ণনগর উত্তর কালীনগরের বাসিন্দা, কৃষ্ণনগর লেডি কারমাইকেল গার্লস হাই স্কুলে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী, গত কাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি রাহুল বোস নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই তরুণী। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ওই যুবকই ধর্ষণ খুন করে করেছে।

advertisement

আরও পড়ুন: লক্ষ্মী রূপে পূজিতা মা তারা, মন ভরবে মায়ের অপরূপ সাজে, সরাসরি দর্শন করুন

ঘটনার তদন্তে নেমে বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমান মৃত ছাত্রীর সঙ্গে তার প্রেমিকের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখছে। পুলিশ আধিকারিকদের অনুমান, মৃতার সঙ্গে অভিযুক্ত প্রেমিকের আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ থাকতে পারে। এছাড়াও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দফায় দফায় মৃতা ছাত্রীর বন্ধু এবং তাঁর প্রেমিকের বন্ধু ও ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে আজই আসছে ফরেন্সিক টিম। এছাড়াও আজ, মৃতদেহ ময়নাতদন্তের জন্য কল্যাণী জে এন এম হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশ আধিকারিকরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime: কৃষ্ণনগরে ছাত্রী খুনে নয়া মোড়! আর্থিক লেনদেনের বিবাদ থেকেই চরম পরিণতি? তদন্তে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল