TRENDING:

Krishnanagar Murder Post Mortem Report: মাথায় তিন তিনটি গুলির আঘাত, কৃষ্ণনগরের মৃত ছাত্রীর ময়নাতদন্ত রিপোর্টে হাড়হিম করা তথ্য!

Last Updated:

নৃশংস এই হত্যাকাণ্ডের পর চব্বিশ ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও এখনও অভিযুক্ত দেশরাজ সিংয়ের খোঁজ পায়নি পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর রুদ্র, কৃষ্ণনগর: কৃষ্ণনগরে নিহত ছাত্রী ঈশিতা মল্লিকের মাথায় তিন তিনটি আঘাতের চিহ্ন মিলল৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেই এই তথ্য পেয়েছে পুলিশ৷ গতকাল দুুপুরেই কৃষ্ণনগরের মানিকপাড়ায় বাড়ির দোতলায় উঠে ঘরের ভিতরে ঈশিতাকে গুলি করে খুন করে দেশরাজ সিং নামে এক যুবক৷
কৃষ্ণনগরের নিহত ছাত্রী ঈশিতা মল্লিক৷
কৃষ্ণনগরের নিহত ছাত্রী ঈশিতা মল্লিক৷
advertisement

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ঈশিতার মাথায় তিনটি গুলির আঘাত মিলেছে৷ মাথার ডান দিকে দুটি এবং মাথার পিছন দিকে গুলির আঘাত পাওয়া গিয়েছে৷ ১৯ বছর বয়সি কলেজ ছাত্রীর মাথার ভিতর থেকে একটি বুলেটও উদ্ধার হয়েছে ময়নাতদন্তের সময়৷ এ দিন দুপুরেই ময়নাতদন্তের পর ঈশিতার মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷

advertisement

নৃশংস এই হত্যাকাণ্ডের পর চব্বিশ ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও এখনও অভিযুক্ত দেশরাজ সিংয়ের খোঁজ পায়নি পুলিশ৷ অভিযুক্তের খোঁজে উত্তর প্রদেশেও রওনা দিয়েছে পুলিশের একটি দল৷

পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে, ২০২২ সালে নিজের সহপাঠীকে মারধরের ঘটনায় দেশরাজকে কাঁচরাপাড়ার স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল৷ কাঁচরাপাড়ায় ঈশিতারও সহপাঠী ছিল এই দেশরাজ৷ সেই সূত্রেই তাঁর সঙ্গে ঈশিতার ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল৷ কিন্তু ঈশিতা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশ করার পরই ওই ছাত্রীকে কৃষ্ণনগরের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় তাঁর পরিবার৷ এর পর থেকেই দু জনের মধ্যে যোগাযোগ কমতে থাকে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Murder Post Mortem Report: মাথায় তিন তিনটি গুলির আঘাত, কৃষ্ণনগরের মৃত ছাত্রীর ময়নাতদন্ত রিপোর্টে হাড়হিম করা তথ্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল