TRENDING:

Jagadhatri Puja: কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর জৌলুস! নিরাপত্তা নিয়ে কোন ঝুঁকি নয়, ময়দানে নামলেন খোদ ডিআইজি

Last Updated:

Krishnanagar Jagadhatri Puja: জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি বন্দোবস্ত খতিয়ে দেখতে মঙ্গলবার কৃষ্ণনগরে এলেন নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা। পুজোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা নিখুঁত হয়েছে তা নিজে ঘুরে দেখলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া, সমীর রুদ্র: চন্দননগরের পাশাপাশি রাজ্যের আরও একটি শহরে জগদ্ধাত্রী পুজো বেশ ধুমধাম করে হয়। নদিয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতেও রয়েছে বিরাট জৌলুস। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এই শহরে জগদ্ধাত্রীর আরাধনা শুরু করেছিলেন। দুর্গাপুজোর মতোই থিম ও ঐতিহ্যের মেলবন্ধন দেখা যায় কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয়। বহু নাম করা পুজো কমিটি রয়েছে এখানে। কেবল নদিয়াই নয়, বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা ভিড় করেন ঠাকুর দেখতে। ফলে এই সময়ে শহরের নিরাপত্তা বেশ আঁটসাঁট রাখতে হয়। মঙ্গলবার এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এলেন ডিআইজি (DIG)।
কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো
কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো
advertisement

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি বন্দোবস্ত খতিয়ে দেখতে মঙ্গলবার কৃষ্ণনগরে এলেন নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা। পুজোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা নিখুঁত হয়েছে তা নিজে ঘুরে দেখলেন ডিআইজি।

আরও পড়ুনঃ চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছেন? বিবর্তনে ঠাসা ‘এই’ মণ্ডপটি মিস করবেন না, নাহলে পরে আফসোস হবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

এদিন দুপুরে তিনি প্রথমে কৃষ্ণনগর রাজবাড়ির মাঠ পরিদর্শনে যান। বিসর্জনের জন্য এলাকার সমস্ত প্রতিমাকে এখানেই নিয়ে আসা হয়। রাজবাড়ির থেকে ডিআইজি যান কৃষ্ণনগর চাষা পাড়ায়। বুড়িমা চত্বরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। সেখানে থেকে কদমতলা বিসর্জন ঘাট পরিদর্শনে যান। জগদ্ধাত্রী পুজো ঘিরে নিরাপত্তা নিয়ে কোন ঝুঁকি নিতে নারাজ ডিআইজি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja: কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর জৌলুস! নিরাপত্তা নিয়ে কোন ঝুঁকি নয়, ময়দানে নামলেন খোদ ডিআইজি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল