TRENDING:

Krishnanagar Incident: ময়না তদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ‍্য প্রকাশ‍! সামনে CCTV ফুটেজ! কৃষ্ণনগরে কাণ্ডে নয়া মোড়

Last Updated:

Krishnanagar Incident: ময়না তদন্তের রিপোর্টে(Post Mortem) চাঞ্চল্যকর তথ‍্য প্রকাশ‍! সামনে CCTV ফুটেজ! কৃষ্ণনগরে কাণ্ডে নয়া মোড় মৃত‍্যুর ঘটনায় আরও ঘনাচ্ছে রহস‍্য। একাধিক বিষয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর রুদ্র, কৃষ্ণনগরঃ ময়না তদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ‍্য প্রকাশ‍! সামনে CCTV ফুটেজ! কৃষ্ণনগরে কাণ্ডে নয়া মোড় মৃত‍্যুর ঘটনায় আরও ঘনাচ্ছে রহস‍্য। একাধিক বিষয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। কৃষ্ণনগরে ছাত্রী মৃত্যুর ঘটনায় সেদিন রাতের সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশে। দেখা যাচ্ছে রাত দশটা চল্লিশ নাগাদ কৃষ্ণনগরের প্রশাসনিক ভবনের দিক থেকে একাই হেঁটে ঘটনার স্থলের দিকে যাচ্ছে ওই ছাত্রী।
কৃষ্ণনগরে কাণ্ডে নয়া মোড়
কৃষ্ণনগরে কাণ্ডে নয়া মোড়
advertisement

আরও পড়ুনঃ ব্লাডপ্রেশারের টিকি-ও থাকবে না, কোষ্ঠকাঠিন‍্যের যম! ৭দিন ঠিক এই ‘উপাদানে’ ভিজিয়ে খান মাখনা! নিজের ফিটনেস দেখে নিজেই অবাক হবেন

অন‍্যদিকে, পুলিশের হাতে এসেছে ময়না তদন্তের রিপোর্ট। সেই রিপোর্টে যৌন নিগ্রহের প্রমাণ মেলেনি‌। আগুনে পুড়েই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, আগুনে পুড়ে যাওয়ার কারণে মাথার চুল, দুটো হাত ও মুখের সিংহভাগ পুড়ে গিয়েছে। পাশাপাশি শরীরের নিচের অংশ অনেকটা পুড়ে গিয়েছে। পাশাপাশি শরীরের সামনের বুক পুড়ে গিয়েছে।

advertisement

রিপোর্টে বলা হয়েছে, অধিকাংশটাই ৩ ডিগ্রি ও ৪ ডিগ্রি পর্যায়ের পোড়া। তবে শরীরে কোন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চিহ্ন নেই। কেরোসিন তেল জাতীয় কিছু দিয়ে শরীরে আগুনে পুড়েছে বলে ময়না তদন্তে রিপোর্টে বলা হয়েছে। শরীরের নব্বই শতাংশ পুড়ে গিয়েছে। শ্বাসনালীতে কার্বনের অস্তিত্ব মিলেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Incident: ময়না তদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ‍্য প্রকাশ‍! সামনে CCTV ফুটেজ! কৃষ্ণনগরে কাণ্ডে নয়া মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল