সূত্রের খবর অনুযায়ী, রাহুল এখনও জেরায় দাবি করছে দেখা করেননি। এমনকি, তাদের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করেও রাহুল ও তরুণীর দেখা করার কোনও তথ্য মেলেনি। রাহুলের টাওয়ার লোকেশন ঘটনাস্থল থেকে অদূরে কলেজ মাঠে মিলেছে।
আরও পড়ুন: ‘রাত দখল’-এ ছিল কৃষ্ণনগর কাণ্ডে অভিযুক্ত রাহুল! চেয়েছিলেন মমতার পদত্যাগও, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
advertisement
জানা গিয়েছে, রাত ৯ঃ৫০ থেকে ১১টা পর্যন্ত কলেজ মাঠে পাওয়া গিয়েছে অভিযুক্ত রাহুলের টাওয়ার লোকেশন। রাত ১১টা ১৫ নাগাদ টাওয়ার লোকেশন রাহুলের বাড়ি। তাই এখনও পর্যন্ত দুজনের ওই রাতে দেখা হওয়ার তথ্য প্রমান পায়নি পুলিশ। যা নিয়ে এখনও ধোয়াশা, যে দুজনের সে রাতে আদৌ দেখা হয়েছিল কি না।
প্রসঙ্গত, কৃষ্ণনগর কাণ্ডে ক্রমশ আত্মহত্যার তত্ত্বই জোরাল হচ্ছে তদন্তকারীদের সামনে৷ এসপি অফিসের অদূরে যে পুজো মণ্ডপের পাশ থেকে গত বুধবার তরুণীর দগ্ধ দেহ উদ্ধার হয়, এ দিন সেই ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল৷ ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রাথমিক পর্যবেক্ষণও আত্মহত্যার দিকেই ইঙ্গিত করছে বলেই পুলিশ সূত্রে খবর৷ পাশাপাশি, সিসিটিভি ফুটেজে তরুণীর যে গতিবিধি ধরা পড়েছে, তাও ঘটনাক্রমের সঙ্গে মিলে যাচ্ছে৷