কৃষ্ণনগর কেন্দ্রে মোট ভোট কেন্দ্র-১৮১২
মোট ভোটদাতার সংখ্যা- ১৬,২৪,৮৬৬ জন
পুরুষ ভোটার- ৮,৪২,২১৫ জন
মহিলা ভোটার- ৭,৮২,৬১০ জন
তৃতীয় লিঙ্গের ভোটার- ৪১ জন
গতবারে এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে জিতেছিলেন তাপস পাল৷ প্রায় ৭১হাজার ২৫৫ভোটে জেতেন তাপস পাল৷ এই কেন্দ্র থেকে তৃণমূলের ভোট পেয়েছিল ৩৫.১৬ শতাংশ, বিজেপি-২৬.৪ শতাংশ, কংগ্রেস-৫.৯৯ শতাংশ ও বামেরা পেয়েছিল ২৯.৪৫ শতাংশ ভোট৷
advertisement
অন্যদিকে রানাঘাট কেন্দ্রে মোট ভোট কেন্দ্র-১৯৭১
মোট ভোটদাতার সংখ্যা- ১৭,৫৬,৪৫৫
পুরুষ ভোটার- ৯,০৪,৮৪৯ জন
মহিলা ভোটার- ৮,৫১,৫৪৮ জন
তৃতীয় লিঙ্গের ভোটার- ৪৮ জন
রানাঘাট কেন্দ্রটিও তৃণমূলের দখলে ছিল৷ জয়ী প্রার্থী তাপস মন্ডল৷ প্রায় ২ লক্ষ ভোট মার্জিনে জেতেন তিনি৷ ভোট শতাংশের এই কেন্দ্র থেকে তৃণমূল পেয়েছিল ৪৩.৬৩ শতাংশ ভোট৷ বিজেপি পেয়েছিল ১৭.২৭ শতাংশ, বামেরা পেয়েছিল ২৮.৭২ শতাংশ এবং কংগ্রেস পেয়েছিল ৬.৮১ শতাংশ ভোট৷
কেন্দ্রীয় বাহিনী 130 কোম্পানি। দুই কেন্দ্রের ৯৭ শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী৷