গত শুক্রবার কোন্নগরের কানাইপুর এলাকায় নিজের বা়ড়িতেই খুন হয় আট বছরের একটি বালক৷ ছুরি, ইট, বাড়িতে রাখা মূর্তি দিয়ে নৃশংস ভাবে আঘাত করে বালককে হত্যা করা হয়৷
আরও পড়ুন: আধারের বিকল্প পরিচয়পত্র দেবে রাজ্য! কার্ড বাতিল হলেও মিলবে সব সুবিধা, বড় ঘোষণা মমতার
নৃশংস এই হত্যাকাণ্ডের পরই তদন্তে নামলেও এখনও রহস্যের কিনারা করতে পারেনি পুলিশ৷ কেন শিশুটিকে এ ভাবে খুন করা হল, খুনের নেপথ্যেই বা কে রয়েছে, সেই প্রশ্নের উত্তর মেলেনি৷ তবে সূত্রের খবর, পুলিশের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করেই আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা৷
advertisement
গত শুক্রবার সন্ধ্যা সাত থেকে সাড়ে সাতটার মধ্যে ওই ছাত্রকে খুন করা হয়৷ পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই সময়ের আশেপাশেই চুড়িদার পরিহিত এক মহিলা নিহত বালকের বাড়িতে যাওয়ার রাস্তা দিয়ে বেরিয়ে আসছে৷ ওই মহিলার মুখে মাস্ক পরা ছিল৷ ওই রহস্যময়ীর পরিচয় কী, আপাতত তারই সন্ধান করছে পুলিশ৷
ফুটফুটে ওই বালককে কে এ রকম নৃশংস ভাবে খুন করল, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন এলাকাবাসীও৷ তাঁদেরও আশা, খুব শিগগিরই আততায়ীকে গ্রেফতার করতে পারবে পুলিশ৷