TRENDING:

Money Recovery at Howrah: শিবপুরে শৈলেশের দুই ফ্ল্যাটে ৮ কোটি, সঙ্গে আর কী কী উদ্ধার? জানালো পুলিশ

Last Updated:

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার হাওড়ার অপ্রকাশ মুখার্জী লেনে শৈলেশের দ্বিতীয় ফ্ল্যাটে হানা দিয়ে মোট ৫ কোটি ৯৫ টাকা উদ্ধার করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পান্ডের দু'টি ফ্ল্যাট থেকে মোট ৮ কোটি ১৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে৷ বিবৃতি দিয়ে এমনই দাবি করেছে কলকাতা পুলিশ৷ সঙ্গে প্রকাশ করা হয়েছে উদ্ধার হওয়া টাকার ছবিও৷
advertisement

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার হাওড়ার অপ্রকাশ মুখার্জী লেনে শৈলেশের দ্বিতীয় ফ্ল্যাটে হানা দিয়ে মোট ৫ কোটি ৯৫ টাকা উদ্ধার করা হয়৷ এর আগে শনিবার রাতে শিবপুরেই শৈলেশ পান্ডের অন্য একটি আবাসনে গাড়ির ভিতর থেকে ২ কোটি টাকা উদ্ধার করে পুলিশ৷ উদ্ধার হওয়া টাকার মধ্যে রয়েছে ৫০০ এবং ২০০০ টাকার নোট৷ এর পাশাপাশি ওই ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ৷

advertisement

আরও পড়ুন: শিবপুরে শৈলেশ পান্ডের দ্বিতীয় ফ্ল্যাটে উদ্ধার ৬ কোটি! লুকনো ছিল খাটের ভিতরে

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দু' দিনের তল্লাশিতে হাওড়ার দু'টি ফ্ল্যাট থেকে বেশ কিছু গয়না, দু'টি ল্যাপটপ, একটি ট্যাবলেট এবং বেশ কিছু ব্যাঙ্কের নথি উদ্ধার করা হয়েছে৷ যদিও এখনও পর্যন্ত অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজ পায়নি পুলিশ৷ শৈলেশের সঙ্গে তাঁর দুই ভাইকেও খুঁজছে পুলিশ৷

advertisement

লোন পাইয়ে দেওয়ার নাম করে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে শৈলেশ পান্ডের বিরুদ্ধে৷ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পক্ষ থেকে শৈলেশের নামে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়৷ সেই সূত্রেই শৈলেশের বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ৷ শনিবার রাতে প্রথমে হানা দেওয়া হয় হাওড়ার শিবপুরে৷

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, এই শৈলশ পান্ডে পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট৷ বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে সাদা করার কাজও সে করত বলে জানতে পেরেছেন গোয়েন্দারা৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Money Recovery at Howrah: শিবপুরে শৈলেশের দুই ফ্ল্যাটে ৮ কোটি, সঙ্গে আর কী কী উদ্ধার? জানালো পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল