ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা থানার অন্তর্গত ইডেন সিটি আবাসনে। পুলিশ সূত্রে খবর, মোহন সিং নামে এক ব্যক্তির ফ্ল্যাটে ভাড়াই থাকতেন চন্দন সিং। তাঁর বয়স ৬৭, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি বসবাস করতেন ইডেন সিটির এই ফ্ল্যাটে। নম্বর C06, 1504।
আরও পড়ুন: জমি ছাড়বে না এক ইঞ্চিও, সোমবার রাজভবন অভিযান তৃণমূলের!
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, চন্দন সিং একাই ছিলেন ফ্ল্যাটে। পরিবারের কেউ না থাকার সুযোগে চন্দন সিং সিলিং ফ্যানের সঙ্গে নিজের মাথার পাগড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। যদিও মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, ফ্ল্যাট বন্ধ পেয়ে পরিবারের লোকজন এসে দরজা ধাক্কাধাক্কি করেও কোনও সারা শব্দ মেলেনি। এর পরই ফ্ল্যাটের দরজা ভেঙে দেখা যায় চন্দন সিং ফাঁস লাগিয়ে ঝুলছেন।
আরও পড়ুন: বাবার কিনে দেওয়া সাইকেল নিয়ে সোজা পুকুরে, দাসপুরে কী মর্মান্তিক পরিণতি শিশুর!
মহেশতলা থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই দেহ উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। চন্দন সিং কী কারণে আত্মঘাতী হলেন তদন্ত করছে মহেশতলা থানার পুলিশ।