পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ‘প্রি-এগজ়িবিট’ পর্বে সন্ধ্যা ছ’টা থেকে রাত তিন’টে পর্যন্ত অনলাইনে টিকিট কেটে দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করতে পারবেন। আনুষ্ঠানিক উদ্বোধন ২৩ সেপ্টেম্বর। এরপর সাধারণ দর্শকদের জন্য থাকবে অবাধ প্রবেশ। অনেক দর্শনার্থীই আছেন যারা ভিড় এড়িয়ে মণ্ডপ ও প্রতিমা শান্ত পরিবেশে দেখতে চান। আবার বহু বিদেশি দর্শক পুজোর মূল দিনে আসতে পারেন না। তাঁদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা।
advertisement
পুজো কমিটির যুগ্ম সম্পাদক সন্দীপ কুমার বন্দ্যোপাধ্যায় জানান, ভিড় এড়িয়ে যে সকল দর্শনার্থী একটু নিরিবিলিতে ঠাকুর ও মণ্ডপ দেখতে পছন্দ করেন, সঙ্গে ফটো তুলতেও চান তাদের জন্যই এমন ভাবনা। তবে পুজো উদ্বোধনের পর সবার জন্য মণ্ডপ উন্মুক্ত করে দেওয়া হবে। তখন আর টিকিটের কোন প্রয়োজন হবে না। অনলাইনে সেই টিকিট বুকিং করতে হবে district.in-এ গিয়ে।
আরও পড়ুনঃ বর্ষায় দার্জিলিং যাচ্ছেন? বন্ধ হয়ে যাচ্ছে পর্যটকদের প্রিয় ‘এই’ জিনিসগুলি, যাওয়ার আগে অবশ্যই জানুন
সিঙ্গল টিকিটের দাম ১০০ টাকা, কাপল টিকিট ১৫০ টাকা এবং ফ্যামিলি টিকিট (চার জনের জন্য) ৩০০ টাকা ধার্য করা হয়েছে বলেই জানানো হয়। প্রতিটি টিকিট একবার প্রবেশের জন্যই বৈধ থাকবে। ফলে এবার গ্রেটার কলকাতায় পুজোয় ভিড় এড়িয়ে বিশেষ আকর্ষণের এই পুজোর মণ্ডপ ও প্রতিমা দর্শনে এক নতুন দিগন্ত খুলে দিল দমদম ভারত চক্র।
Rudra Narayan Roy