TRENDING:

Kolkata Durga Puja 2025: কলকাতার দুর্গাপুজোয় এবারে বিরাট চমক! উদ্বোধনের আগেই শহরে ঠাকুর দেখুন চুটিয়ে, ব্যাপারটা কী জানুন বিস্তারিত

Last Updated:

Kolkata Durga Puja 2025: সিঙ্গল টিকিটের দাম ১০০ টাকা, কাপল টিকিট ১৫০ টাকা এবং ফ্যামিলি টিকিট (চার জনের জন্য) ৩০০ টাকা ধার্য করা হয়েছে বলেই জানানো হয়। প্রতিটি টিকিট একবার প্রবেশের জন্যই বৈধ থাকবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দমদম: রজতজয়ন্তীতে অভিনব উদ্যোগ, উদ্বোধনের আগেই অনলাইনে টিকিট কেটে দেখা যাবে দমদম পার্ক ভারত চক্রের দুর্গাপুজোর মণ্ডপ! কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজোয় নজর থাকে দর্শনার্থীদের। গত বছরও ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে এই পুজোয়। এবার তাই আকর্ষণ আরও বাড়িয়ে তুলতে, পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই দর্শনার্থীরা টিকিট কেটে ঘুরে দেখে নিতে পারবেন দুর্গাপুজোর এই মণ্ডপ ও প্রতিমা।
দমদম ভারতচক্রের পুজো
দমদম ভারতচক্রের পুজো
advertisement

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ‘প্রি-এগজ়িবিট’ পর্বে সন্ধ্যা ছ’টা থেকে রাত তিন’টে পর্যন্ত অনলাইনে টিকিট কেটে দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করতে পারবেন। আনুষ্ঠানিক উদ্বোধন ২৩ সেপ্টেম্বর। এরপর সাধারণ দর্শকদের জন্য থাকবে অবাধ প্রবেশ। অনেক দর্শনার্থীই আছেন যারা ভিড় এড়িয়ে মণ্ডপ ও প্রতিমা শান্ত পরিবেশে দেখতে চান। আবার বহু বিদেশি দর্শক পুজোর মূল দিনে আসতে পারেন না। তাঁদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা।

advertisement

আরও পড়ুনঃ বাড়বে গতি, দাঁড়াতে হবে না সিগন্যালে! লক্ষ লক্ষ যাত্রীদের জন্য বিরাট পদক্ষেপ রেল, অনুমোদন দিয়ে দিল রেলমন্ত্রক

পুজো কমিটির যুগ্ম সম্পাদক সন্দীপ কুমার বন্দ্যোপাধ্যায় জানান, ভিড় এড়িয়ে যে সকল দর্শনার্থী একটু নিরিবিলিতে ঠাকুর ও মণ্ডপ দেখতে পছন্দ করেন, সঙ্গে ফটো তুলতেও চান তাদের জন্যই এমন ভাবনা। তবে পুজো উদ্বোধনের পর সবার জন্য মণ্ডপ উন্মুক্ত করে দেওয়া হবে। তখন আর টিকিটের কোন প্রয়োজন হবে না। অনলাইনে সেই টিকিট বুকিং করতে হবে district.in-এ গিয়ে।

advertisement

আরও পড়ুনঃ বর্ষায় দার্জিলিং যাচ্ছেন? বন্ধ হয়ে যাচ্ছে পর্যটকদের প্রিয় ‘এই’ জিনিসগুলি, যাওয়ার আগে অবশ্যই জানুন

সিঙ্গল টিকিটের দাম ১০০ টাকা, কাপল টিকিট ১৫০ টাকা এবং ফ্যামিলি টিকিট (চার জনের জন্য) ৩০০ টাকা ধার্য করা হয়েছে বলেই জানানো হয়। প্রতিটি টিকিট একবার প্রবেশের জন্যই বৈধ থাকবে। ফলে এবার গ্রেটার কলকাতায় পুজোয় ভিড় এড়িয়ে বিশেষ আকর্ষণের এই পুজোর মণ্ডপ ও প্রতিমা দর্শনে এক নতুন দিগন্ত খুলে দিল দমদম ভারত চক্র।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

Rudra Narayan Roy 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kolkata Durga Puja 2025: কলকাতার দুর্গাপুজোয় এবারে বিরাট চমক! উদ্বোধনের আগেই শহরে ঠাকুর দেখুন চুটিয়ে, ব্যাপারটা কী জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল