সাপের কান নেই, তবু বাঁশির সুরে কী ভাবে শরীর দোলায়? সত্যিটা জানলে চমকে যাবেন!
তবে জঙ্গিদের টার্গেট হতে পারে এই বিমানবন্দর বলেও মনে করছে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টারা। এই পরিস্থিতিতে এয়ার ফোর্স এর প্রাক্তন ফ্লায়িং অফিসার রমেশ চন্দ্র দত্ত জানান, কলকাতা বিমানবন্দরে হামলা চালানখুব একটা সহজ হবে না। অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি বিশেষ ব্যবস্থা রাখা রয়েছে, যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলার জন্য। শুধু তাই নয়, কলকাতা বিমানবন্দরের পাশাপাশি বিকল্প বিমানবন্দরও রয়েছে আশপাশে। যেগুলি প্রয়োজনে ভারতীয় সেনার ব্যবহার যোগ্য।
advertisement
বিয়ের রাতে নাচের পর চুপচাপ শৌচালয়ে ঢুকেছিলেন কনে, পিছু নিলেন মা…দরজা খুলতেই চিৎকার!
শুধু তাই নয়, বর্তমানে ফাইটার প্লেন আকাশে ওড়ার সময় এয়ার টু এয়ার রিফিউল করার প্রযুক্তিও রয়েছে ভারতের হাতে। ফলে কোনভাবেই কলকাতা বিমানবন্দরে হামলা চালানো সম্ভব হবে না বলেও অনুমান করছেন প্রাক্তন এই এয়ার ফোর্স আধিকারিক। ফলে কলকাতা বিমানবন্দরে হাই এলার্ট জারি করা হলেও, আতঙ্কের কোন কারণ নেই কলকাতা সহ রাজ্যের নাগরিকদের বলেই মনে করা হচ্ছে। তবে সতর্কতার জন্যই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে হাই এলার্ট জারি রয়েছে।
Rudra Narayan Roy