TRENDING:

ভারত-পাক উত্তেজনা আবহে 'হাই' অ্যালার্ট কলকাতা বিমানবন্দরে! ঝুঁকি কতটা? জানালেন প্রাক্তন বায়ু সেনা আধিকারিক

Last Updated:

India- Pakistan Tensions: হাই অ্যালার্ট কলকাতা বিমানবন্দরে, প্রাক্তন বায়ু সেনা আধিকারিক অবশ্য বলছেন নিশ্চিন্তে থাকতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ভারত পাকিস্তান যুদ্ধের আবহে হাই এলার্ট জারি করা হয়েছে কলকাতা বিমানবন্দরে। কর্মীদের ছুটি বাতিল থেকে, বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে৷ এয়ারপোর্টের ভিতরে গাড়ি দাঁড়ানো একপ্রকার বন্ধ করে দেওয়া হয়েছে৷ বাতিল করা হয়েছে কয়েকটি বিমানও। যেহেতু, দেশের নিরাপত্তার স্বার্থে একাধিক বিমানবন্দরে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, তাই বাড়তি চাপ রয়েছে কলকাতা বিমানবন্দরের উপর৷
advertisement

ধীরে ঘুরছে ফ্যান? গরম হাওয়ায় ঘাম শুকোচ্ছে না? ছোট্ট এই কাজ করলে ৫ মিনিটেই বাড়বে স্পিড… ঠান্ডা হাওয়া ঘর জুড়ে!

সাপের কান নেই, তবু বাঁশির সুরে কী ভাবে শরীর দোলায়? সত্যিটা জানলে চমকে যাবেন!

তবে জঙ্গিদের টার্গেট হতে পারে এই বিমানবন্দর বলেও মনে করছে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টারা। এই পরিস্থিতিতে এয়ার ফোর্স এর প্রাক্তন ফ্লায়িং অফিসার রমেশ চন্দ্র দত্ত জানান, কলকাতা বিমানবন্দরে হামলা চালানখুব একটা সহজ হবে না। অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি বিশেষ ব্যবস্থা রাখা রয়েছে, যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলার জন্য। শুধু তাই নয়, কলকাতা বিমানবন্দরের পাশাপাশি বিকল্প বিমানবন্দরও রয়েছে আশপাশে। যেগুলি প্রয়োজনে ভারতীয় সেনার ব্যবহার যোগ্য।

advertisement

বিয়ের রাতে নাচের পর চুপচাপ শৌচালয়ে ঢুকেছিলেন কনে, পিছু নিলেন মা…দরজা খুলতেই চিৎকার!

শুধু তাই নয়, বর্তমানে ফাইটার প্লেন আকাশে ওড়ার সময় এয়ার টু এয়ার রিফিউল করার প্রযুক্তিও রয়েছে ভারতের হাতে। ফলে কোনভাবেই কলকাতা বিমানবন্দরে হামলা চালানো সম্ভব হবে না বলেও অনুমান করছেন প্রাক্তন এই এয়ার ফোর্স আধিকারিক। ফলে কলকাতা বিমানবন্দরে হাই এলার্ট জারি করা হলেও, আতঙ্কের কোন কারণ নেই কলকাতা সহ রাজ্যের নাগরিকদের বলেই মনে করা হচ্ছে। তবে সতর্কতার জন্যই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে হাই এলার্ট জারি রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভারত-পাক উত্তেজনা আবহে 'হাই' অ্যালার্ট কলকাতা বিমানবন্দরে! ঝুঁকি কতটা? জানালেন প্রাক্তন বায়ু সেনা আধিকারিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল