TRENDING:

East Bardhaman News: মামলার সঙ্গে জড়িয়ে বর্ধমানের বাজেপ্রতাপপুরের নাম! ইতিহাস জানলে চমকে উঠবেন

Last Updated:

West Bengal news: বর্ধমান শহর থেকে রেল ওভারব্রিজ পেরিয়ে কাটোয়া রোড ধরে এগোলেই 'বাজেপ্রতাপপুর'। কিন্তু কেন এই জায়গার নাম 'বাজেপ্রতাপপুর'? এর সাথে জড়িয়ে রয়েছে রাজ আমলের রাজ পরিবারের এক কাহিনী। জানেন কে এই 'বাজে প্রতাপ'?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান, সায়নী সরকার: বর্ধমান শহর থেকে রেল ওভারব্রিজ পেরিয়ে কাটোয়া রোড ধরে এগোলেই ‘বাজেপ্রতাপপুর’। কিন্তু কেন এই জায়গার নাম ‘বাজেপ্রতাপপুর’? এর সাথে জড়িয়ে রয়েছে রাজ আমলের রাজ পরিবারের এক কাহিনি। জানেন কে এই ‘বাজে প্রতাপ’? শুধু বাজেপ্রতাপপুরই নয় বর্ধমানের রেল ওভার ব্রীজ পেরোলেই বাজেপ্রতাপপুর-সহ বেশ কয়েকটি জনবসতি এলাকার নামকরণের সঙ্গে জড়িত রয়েছে কোন না কোন ব্যক্তির নাম। বর্ধমানের রাজ আমলের কয়েক জনের ব্যক্তির নামের থেকে নামকরণ করা হয় এই এলাকাগুলির কিন্তু তারা কেউই ছিলেন না রাজা বা রাজার বংশধর, তারা ছিলেন রাজ কর্মচারী। রাজার রাজত্ব না থাকলেও রাজ কর্মচারীদের নাম যা আজও প্রত্যেকের মুখে মুখে প্রচলিত।
advertisement

আরও পড়ুন: পলাশের সঙ্গে মেরির সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল? ভাইরাল চ্যাট নিয়ে সব কিছু ফাঁস করলেন মেরি ডি’কোস্টা নিজেই

বর্ধমানের রাজা তেজচাঁদের আট রানির ছিলেন কিন্ত একমাত্র পুত্র সন্তান ছিলেন প্রতাপ। ১৮১৬ সালে পিতার বর্তমানেই বর্ধমানে রাজ সিংহাসনে বসেন রাজা প্রতাপ চাঁদ। ১৮২০ নাগাদ হঠাৎ একদিন তার পিতা রাজা তেজচাঁদের কাছে খবর আসে প্রতাপ চাঁদের মৃত্যু হয়েছে এবং তার দাহ করা হয়েছে,কিন্তু কোন দেহ দেখান হয়নি তেজচাঁদকে।

advertisement

এই খবর তিনি পেয়েছিলেন দেওয়ানবাবু পরান চাঁদ কাপুরের কাছে। পরান চাঁদ কাপুর একদিকে তার শ্যালক ও অন্য দিকে শ্বশুর। প্রতাপের মৃত্যুর পর ফের সিংহাসনে বসেন রাজা তেজচাঁদ। এরপর প্রায় ১২ বছর অর্থাৎ ১৮৩২ সাল পর্যন্ত রাজা তেজচাঁদ রাজত্ব করেন কিন্তু তেজচাঁদের অবর্তমানেকে সিংহাসনে বসবে এটাই ছিল চিন্তার বিষয়। দেওয়ান তার পুত্র মহাতাব চাঁদকে দত্তক নিতে বলেন রাজাকে। দত্তক নেওয়ার কিছুদিন পরে রাজ বংশের উত্তরাধিকার হয়ে সিংহাসনে বসেন মহাতাব চাঁদ।হঠাৎ ১৮৩৪ সালে গোলাপবাগ এলাকায় এক সাধু এসে দাবি করেন তিনিই প্রতাপ চাঁদ,সন্ন্যাস গ্রহণ করায় কিছুদিন নিখোঁজ ছিলেন।

advertisement

আরও পড়ুন: অবশেষে স্মৃতির বান্ধবীর সঙ্গে পলাশের মাখোমাখো চ্যাট নিয়ে নীরবতা ভাঙল মুচ্ছল পরিবার! বিরাট আপডেট

খবর পেয়ে দেওয়ান পরান চাঁদ কাপুর ওই সন্ন্যাসীকে ধরে আনতে নির্দেশ দিলে সেখান থেকে সে পালিয়ে বর্তমান বাজেপ্রতাপপুর এলাকায় একটি শিব মন্দিরে আস্তানা নেই। খবর পেয়ে সেখান থেকে তাকে হটিয়ে দিতে একজন দেওয়ান এবং দুজন লেঠেলকে নির্দেশ দেন পরান চাঁদ কাপুর। সেই দেওয়ান যেখানে থাকা শুরু করেন সেই জায়গায় নাম পরবর্তীতে হয় হটুদেওয়ান, যে লেঠেলরা এসে ছিল তাদের নাম বিজয় আর রাম, এই লেঠেলরা যেখানে আস্তানা করেন তাদের নাম অনুসারে পরবর্তীতে সেই জায়গায় নাম বিজয় রাম।

advertisement

পরবর্তীকালে সেই সন্ন্যাসী চলে যান কালনায়। আগাগোড়া ধোঁয়াশায় ভরা মামলা ঘটনা। ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। বিখ্যাত ‘ভাওয়াল সন্ন্যাসী মামলা’র মতোই আরেকটি বহু আলোচিত মামলা এই ‘জাল প্রতাপ মামলা’। পরে আদালতে সন্ন্যাসী রাজা ছিলেন এই তথ্য দিতে ব্যর্থ হলে কেস হেরে যান।এবং যেহেতু তিনি নকল প্রতাপ বলে প্রমাণিত হন তাই তিনি যেখানে আস্তানা নেন সেই জায়গায় নামকরন হয় বাজেপ্রতাপপুর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাপ দিলেই খাড়া হয়ে যাচ্ছে কান, এই শীতে 'পমপম টুপি' জলপাইগুড়িতে নয়া ট্রেন্ড
আরও দেখুন

সেই নকল প্রতাপের আস্তানা থেকেই জন্ম নেয় ‘বাজেপ্রতাপপুর’ নামটি যা আজও বর্ধমানের রাজ আমলের বিতর্কিত এক অধ্যায়কে বহন করে চলেছে। রাজার রাজত্ব আর নেই কিন্তু আজও রাজকর্মচারী এবং এক ‘নকল প্রতাপের’ কাহিনিকের সাক্ষী এই এলাকা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: মামলার সঙ্গে জড়িয়ে বর্ধমানের বাজেপ্রতাপপুরের নাম! ইতিহাস জানলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল