আরও পড়ুন- বিরাট সুখবর! মাটির নীচে বৃহত্তম ‘স্টেশন’! এশিয়ায় এই প্রথম…কলকাতার মুকুটেই নয়া পালক?
এজন্য রোগীর প্রতি সেশনে শুধু ডায়ালিসিসের জন্য ন্যূনতম খরচ পড়বে। ডায়লাইসিসের বাইরে অতিরিক্ত চিকিৎসা খরচ রোগীকে বহন করতে হবে। তিনটি শয্যা বিশিষ্ট এই ডাইলোসিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারইপুর বিধানসভার বিধায়ক ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দেশে কিডনি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। তাদের মধ্যে কিডনি বিকল হয়েছে এমন রোগী সংখ্যাটা অনেক। তাদের কিডনি ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপন দরকার।
advertisement
তবে এখন সব মিলিয়ে ডায়ালিসিসের সুযোগ পাচ্ছে বেসরকারি একটি হাসপাতালে উদ্যোগে। তবে বারুইপুর শহরে এই ধরনের ডায়ালিসিস কেন্দ্রে আরো প্রয়োজন আছে। তবে বারুইপুর হাসপাতালে বিনামূল্যের ডাইলোসিস করার সুযোগ রয়েছে তবে রোগীর সংখ্যা বেশি থাকায় একটু হলেও সমস্যায় পড়তে হয়। তবে এই ধরনের স্থানীয় হাসপাতালগুলি যদি আরও এগিয়ে আসে তাহলে সাধারণ মানুষের জন্য আরও অনেকটাই উপকৃত হবে।
দেশে দরিদ্র ও মধ্যবিত্তদের মধ্যে অনেক কিডনি রোগী আছেন, যাঁদের নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন। ডায়ালাইসিস দীর্ঘদিন চালিয়ে যেতে হয়। অথচ খরচ অনেক বেশি। তাই এই ধরনের উদ্যোগ প্রশংসা করে বিধায়ক। তবে তিনি বলেন, বিনা মূল্যে বা স্বল্প মূল্যের কারণে চিকিৎসার মানে যেন ঘাটতি না থাকে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।
সুমন সাহা