পুলিশ সূত্রে খবর, ঘর থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে একজনকে ঝুলন্ত অবস্থায় অপর তিনজনকে মেঝেতে পড়ে থাকতে দেখে। মৃতদেহের পাশ থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও। একই পরিবারের স্বামী, স্ত্রী এবং দুই সন্তানের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: ১৪০ কোটি দেশবাসী বিশ্বকাপের অপেক্ষায়, ঐতিহাসিক জয় চাইছেন মোদি-মমতা
advertisement
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে। প্রাথমিক অনুমান, স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ সামনে এসেছিল। তা নিয়ে তীব্র অশান্তি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এর জেরেই এমন রক্তাক্ত ঘটনা কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে খড়দহ থানার পুলিশ।
আরও পড়ুন: খেজুরের নামে চিনা জুজুবি ফল খাচ্ছেন না তো? কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার উপায় জানুন
৫৪, এমএস মুখার্জি রোডের করবি টাওয়ারে ঘটে এই কাণ্ড। এই আবাসনের একটি ফ্ল্যাট থেকে রবিবার দুপুর নাগাদ পচাগলা গন্ধ পান আশেপাশের বাসিন্দারা। তাঁরাই খবর দেন খড়দহ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের তালা ভেঙে ঢুকে চারজনের দেহ উদ্ধার করে। স্বামী, স্ত্রী ও এক ছেলে ও এক মেয়ের মৃতদেহ পাওয়া যায় ফ্ল্যাটের ভিতর। ঘরের মধ্যে তিন জায়গায় স্ত্রী ও ছেলেমেয়েদের দেহ পড়ে। আর সিলিং ফ্য়ানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্বামীর দেহ। পুলিশের অনুমান, কয়েকদিন আগেই মৃত্য়ু হয়েছে তাঁদের।