স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রকাশ সেন। তাঁর বয়স আনুমানিক ৫৬ বছর। দিন তিনেক ধরে প্রকাশবাবুকে এলাকায় দেখা যাচ্ছিল না বলে খবর। এদিন সকালে ঘর থেকে পচা দুর্গন্ধ পাওয়ায় প্রতিবেশীরা ও মৃতের পরিবারের লোকজন খড়দহ থানার খবর দেন।
আরও পড়ুনঃ রাজ্যে চালু হল নতুন কার্ড! বিনামূল্যে ওষুধ থেকে মিলবে বড় ছাড়, জানুন কারা পাবেন ‘এই’ সুবিধা
advertisement
এরপরেই মিলনগড় এলাকার ওই আবাসনের নীচের তলার ঘর থেকে মাঝবয়সী ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পাড়া প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি আবাসনের মালিক ছিলেন। আবাসনের নিচের ঘরটিতে তিনি একাই থাকতেন। তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে তিনতলায় থাকতেন। মাঝবয়সী এই ব্যক্তিকে খুন করা হয়েছে নাকি আত্মহত্যার ঘটনা, সেটা তদন্ত করে দেখছে খড়দহ থানার পুলিশ। তদন্তে কী উঠে আসে সেটাই এখন দেখার।