শনিবার পঞ্চমীর দুপুরে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে সোদপুর ফ্লাইওভারে বেসরকারি ব্যাঙ্কের গাড়ির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে দু’জন যাত্রীর। মৃত দুই ব্যক্তিই অটোর মধ্যে ছিলেন। আহত হয়েছেন একজন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে সোদপুর ফ্লাইওভারে।
আরও পড়ুনঃ চতুর্থীতে প্যান্ডেল হপিংয়ের মাঝেই বিপত্তি! টাকি রোডে ভেঙে পড়ল মণ্ডপের মস্ত গেট, আহত টোটো চালক
advertisement
ঘটনার পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে খড়দহ থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত জন চিকিৎসাধীন। ঘাতক গাড়ি-সহ তিনজনকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
September 27, 2025 4:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পঞ্চমীতে শহরের বুকে সাংঘাতিক দুর্ঘটনা! ব্যাঙ্কের গাড়ির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ, র*ক্তাক্ত সোদপুর ফ্লাইওভার! মৃত্যু ২ যাত্রীর