TRENDING:

'দিদির পাঠশালায় তোলাবাজি, সিলেবাসে কাটমানি', কড়া ভাষায় মমতাকে আক্রমণ মোদির

Last Updated:

এদিন খড়গপুরের সভা থেকে তিনি প্রশ্ন তোলেন। আদিবাসী ও দরিদ্রদেরও কাটমানি দিতে হয়েছে কি না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিধানসভা নির্বাচন নিয়ে বাংলা সরগরম। বাংলাকে পাখির চোখ করে তাই বার বার রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শনিবারও রাজ্য রাজনীতি জমজমাট। বিজেপি ও তৃণমূল দুই শিবিরের জন্যই আজ বিশেষ দিন। খড়গপুরে সভা করলেন খোদ নরেন্দ্র মোদি। আর সেখান থেকেই কাটমানি ও তোলাবাজি নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করেছেন তিনি।
advertisement

এদিন খড়গপুরের সভা থেকে তিনি প্রশ্ন তোলেন। আদিবাসী ও দরিদ্রদেরও কাটমানি দিতে হয়েছে কি না। মোদি কার্যত কটাক্ষ করে এদিন বলেছেন, "আদিবাসীদের কি কাটমানি দিতে হয়নি? দরিদ্রদের কি কাটমানি দিতে হয়নি? মজদুরদের কি কাটমানি দিতে হয়নি?"

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

এখানেই শেষ নয়। রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলছেন, "দিদির দল নির্মমতার পাঠশালা। তোলাবাজির পাঠশালা। দিদির সিলেবাস হচ্ছে কাটমানি।" বিজেপিই বাংলায় উন্নয়ন করতে পারবে এই। এমনকি এদিন এই আশ্বাসও মোদি দেন যে, ক্ষমতায় এলে ৭০ বছরের ক্ষতি পূরণ করবে বিজেপি সরকার। পাঁচ বছর সুযোগ দিলে কৃষি ও ছোট শিল্পকে এগিয়ে নিয়ে যাবেন বলেও দাবি করেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'দিদির পাঠশালায় তোলাবাজি, সিলেবাসে কাটমানি', কড়া ভাষায় মমতাকে আক্রমণ মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল