এদিন খড়গপুরের সভা থেকে তিনি প্রশ্ন তোলেন। আদিবাসী ও দরিদ্রদেরও কাটমানি দিতে হয়েছে কি না। মোদি কার্যত কটাক্ষ করে এদিন বলেছেন, "আদিবাসীদের কি কাটমানি দিতে হয়নি? দরিদ্রদের কি কাটমানি দিতে হয়নি? মজদুরদের কি কাটমানি দিতে হয়নি?"
এখানেই শেষ নয়। রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলছেন, "দিদির দল নির্মমতার পাঠশালা। তোলাবাজির পাঠশালা। দিদির সিলেবাস হচ্ছে কাটমানি।" বিজেপিই বাংলায় উন্নয়ন করতে পারবে এই। এমনকি এদিন এই আশ্বাসও মোদি দেন যে, ক্ষমতায় এলে ৭০ বছরের ক্ষতি পূরণ করবে বিজেপি সরকার। পাঁচ বছর সুযোগ দিলে কৃষি ও ছোট শিল্পকে এগিয়ে নিয়ে যাবেন বলেও দাবি করেন তিনি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 20, 2021 12:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'দিদির পাঠশালায় তোলাবাজি, সিলেবাসে কাটমানি', কড়া ভাষায় মমতাকে আক্রমণ মোদির