TRENDING:

'এই পচাগলা মৃতদেহ আমার ছেলে নয়', খড়গপুর আইআইটি-তে প্রবল রহস্য! বিস্ফোরক দাবি মা-বাবার

Last Updated:

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ফয়জান আহমেদের দেহ পাওয়া গেছিল গত ১৪ অক্টোবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#খড়গপুর: খড়গপুর আইআইটিতে ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। খড়গপুর আইআইটির লালা লাজপত রায় হলে বি-টেক তৃতীয় বর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ফয়জান আহমেদের দেহ পাওয়া গেছিল গত ১৪ অক্টোবর। কিন্তু উদ্ধার হওয়া দেহটি তাঁদের ছেলের নয় বলে দাবি পরিবারের।
ফয়জান আহমেদ (ফাইল ছবি)
ফয়জান আহমেদ (ফাইল ছবি)
advertisement

খড়গপুর আইআইটিতে শনিবার সেই দেহ সনাক্তকরণ করতে এসে রাতে খড়গপুর টাউন থানাতে লিখিত অভিযোগ জানান ফয়জানের বাবা সেলিম আহমেদ। তাঁর অভিযোগ, এই দেহটি তাঁর ছেলের নয়, তাই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনকে অভিযোগ করেছেন এই দেহের ডিএনএ টেস্ট করানোর জন্য।

আরও পড়ুন: ট্রেন থেকে উধাও! অসমের কিশোরকে ঘিরে আতঙ্ক, মালদহ টাউন স্টেশনে বাড়ছে রহস্য

advertisement

অন্যদিকে, তাঁর মা গুরুতর অভিযোগ এনেছেন, 'কোন মাওবাদীকে মেরে আমার ছেলে বলে বলা হচ্ছে, এই দেহ আমার ছেলের হতে পারে না।' এরপর তাঁর বাবা আরও মারাত্মক অভিযোগ করেছেন। দাবি, খড়গপুর আইআইটি কর্তৃপক্ষের কেউ এখনও পর্যন্ত তাঁদের সঙ্গে দেখা করেননি। তিনি আরও অভিযোগ করেন, দেশের সমস্ত মানুষকে আবেদন জানাব যাতে খড়গপুর আইআইটির মতো জায়গাতে তাঁদের ছেলেদের পড়াতে না পাঠায়।

advertisement

আরও পড়ুন: মেসেজ আসে 'মানিক যা তা ভাবে টাকা তুলছে', চাকরি বিক্রির 'ভাগ' নিয়ে রাগ হয়েছিল পার্থর: ইডি

সেরা ভিডিও

আরও দেখুন
জয়চণ্ডী পাহাড়ের কোলে 'রণচণ্ডী' মূর্তি! পুরুলিয়ার ঘরে ঘরে 'দুর্গা' তৈরিতে অভাবনীয় কৌশল
আরও দেখুন

শুক্রবার পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়্গপুরের হস্টেলের একটি ঘর থেকে ওই ছাত্রের পচাগলা দেহ উদ্ধার হয়। হস্টেলের বন্ধ ঘর থেকে গন্ধ বেরোতে দেখে ছাত্ররা আই টি কর্তৃপক্ষকে জানান। আইআইটি কর্তৃপক্ষ পুলিশকে খবর দেওয়ার পর, পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহাকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। খুন না আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। এদিন আইআইটির গেটের সামনে ঘটনার প্রতিবাদে ধরনায় বসবে তৃণমূল কংগ্রেস।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'এই পচাগলা মৃতদেহ আমার ছেলে নয়', খড়গপুর আইআইটি-তে প্রবল রহস্য! বিস্ফোরক দাবি মা-বাবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল