কীভাবে তিনি এমন দোর্দণ্ডপ্রতাপ হয়ে উঠলেন? এ বার সেই প্রশ্নের উত্তর মিলছে চলেছে অনুব্রত মণ্ডলের জীবনী নিয়ে লেখা একটি বইয়ে। অনুব্রত মণ্ডলের জীবনী নিয়ে নতুন একটি বই লেখা হয়েছে যার নাম হল খেলা হবে। বইটি লিখেছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আত্মসহায়ক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই বইয়ের উদ্বোধন হল গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে।
advertisement
আরও পড়ুন: মায়ের কোল থেকে গণেশকে তুলে নেন নিঃসন্তান দম্পতি! রোমহর্ষক পুজোর রীতি 'এই' শহরে
বইটির উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। লেখক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বইয়ের মূল লক্ষ্য হল এখানে তুলে ধরা কীভাবে কেষ্ট মণ্ডল, অনুব্রত মণ্ডল হয়ে উঠলেন। এ ছাড়াও রাজনীতির বাইরে সাধারণ মানুষ হিসাবে অনুব্রত মণ্ডল কেমন, এমন নানান তথ্য রয়েছে এই বইয়ের মধ্যে। অনুব্রত মণ্ডল সম্পর্কে এমন নানান তথ্য জানতে বহু মানুষের মধ্যে কৌতূহল প্রকাশ করেন। সেই সকল কৌতূহল থেকেই এই বই লেখার অনুপ্রেরণা আসে। একজন বন্ধু হিসাবে অনুব্রত মণ্ডলকে কাছে থেকে যতটা দেখেছি সেই বিষয়টিকেই তুলে ধরা হয়েছে বইয়ের মধ্যে। এ দিন এই বইয়ের উদ্বোধন করতে এসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বইটির এবং অনুব্রত মণ্ডলের ভূয়সী প্রশংসা করেন।
মাধব দাস