কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন ‘‘আমরা ১ বছর আগে থেকে এটা নিয়ে ভেবেছিলাম। ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই গবেষণা করেছেন। নজরুলের ছোটবেলার বিভিন্ন মজার ঘটনা নিয়ে আমরা বেশ কিছু ছোট ছেলেমেয়েদের, কিছু কিশোর ও যুবকদের মধ্যে এটার একটা খসড়া কপি বিলি করেছিলাম। সেখানে তাঁদের থেকে প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি। সেখানে তাঁদের প্রতিক্রিয়া দেখে আমরা খুশি। আমরা আশাবাদী এই বই প্রকাশের সঙ্গে সঙ্গে ব্যাপক সাড়া পড়বে এবং পাঠকেরা সাদরে গ্রহণ করবেন”।
advertisement
আরও পড়ুন : সুরসিক কথার জালে বশ পাঠক! দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের প্রতিভার আলোয় আজও উদ্ভাসিত বঙ্গ সংস্কৃতি
আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের গবেষণারত ছাত্র-ছাত্রীরা কাজী নজরুল ইসলামের ছোটবেলার বিভিন্ন মজাদার ঘটনা নিয়ে একটি কমিকস আকারে বই নিয়ে আসতে চলেছেন। নজরুলের ছোটবেলার জীবনী নিয়ে চার খণ্ডে ভাগ করে লেখা হবে এই কমিক্স বই। প্রথম খণ্ডের নাম দেওয়া হয়েছে ‘ছোট নজরুলের প্রথম মোটর গাড়ি চড়া’। পরবর্তী খণ্ডগুলিতে রানিগঞ্জে বন্দুক চালনোর অভিজ্ঞতা, যুদ্ধের আগে যাওয়ার বেশ কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা, শেষ পর্যন্ত যুদ্ধে চলে যাওয়া-সহ সমগ্র বিষয় নিয়েই কমিকস আকারে বই আসছে। খুব শীঘ্রই এই বই পাঠকরা হাতে পাবেন এবং আরও বিস্তারিত ভাবে জানতে পারবেন ছোট নজরুলের ছেলেবেলার বিভিন্ন মজাদার ঘটনা সম্পর্কে।