কেন কৌশিকী অমাবস্যা হয়?
কথিত আছে, সাধক বামাক্ষ্যাপা এই কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠের মহাশশ্মানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাক্ষ্যাপা এদিন তারা মায়ের আবির্ভাব পান। এছাড়াও কথিত আছে, এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ-নিশুম্ভ নামক অসুরদের দমন করেছিলেন। সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যা নামটি এসেছে। এই রাতকে তারা রাত্রিও বলা হয়। ভাদ্র মাসে প্রথম অমাবস্যায় কৌশিকী অমাবস্যা হিসেবে ধরা হয়।
advertisement
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় স্পেশ্যাল ট্রেন ঘোষণা, কখন কোন স্টেশন থেকে ছাড়বে জানুন
পুলিশের নিরাপত্তায় মন্দির চত্বরে জোরদার করা হয়েছে। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নিরাপত্তা সুনিশ্চিত করতে এক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। পুলিশের পাশাপাশি ১ হাজার ৭০০ সিভিক ভলেন্টিয়ারও রয়েছে। আকাশপথে নজরদারির জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। রাখা হয়ছে ওয়াচ টাওয়ার এবং সিসিটিভিও।
আরও পড়ুন: ভাগ্যের উপর থেকে কালো ছায়া কাটাতে কৌশিকী অমাবস্যার রাতে এই কাজগুলি করুন, জানুন জ্যোতিষকথা
তারাপীঠ মন্দির কমিটির ব্যবস্থা
কৌশিকী অমাবস্যা উপলক্ষে যেহেতু লক্ষ লক্ষ ভক্তদের ঢল নামবে, সেই কারণে মন্দির কমিটির পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করা হয়েছে। মন্দিরে পর্যাপ্ত আলো এবং জলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মন্দির এলাকায় ব্যারিকেট করা হয়েছে, যাতে ভক্তরা লাইনে দাঁড়িয়ে সুস্থ ভাবে পুজো দিতে পারেন। এছাড়াও মন্দির কমিটির নিজস্ব নিরাপত্তা থাকছে আরও ১৫০ জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়ছে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে যাতে কোনও রকম বিশৃঙ্খলা তৈরি না হয় এই বিষয়গুলোর উপর জোর দিয়েছে তারাপীঠ মন্দির কমিটি।