TRENDING:

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে আজ আগমন হল এত ভক্তের!

Last Updated:

সিসিটিভি, ড্রোনে চলছে নজরদারি। দুর্ঘটনা এড়াতে শ্মশান ঘাটে ডুবুরি মোতায়েন। যানজট এড়াতে অস্থায়ী পার্কিং ব্যবস্থা করেছে প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে লাখো পুণ্যার্থীর ভিড়। মন্দিরে মোতায়েন কয়েক হাজার নিরাপত্তা কর্মী। সিসিটিভি, ড্রোনে চলছে নজরদারি। দুর্ঘটনা এড়াতে শ্মশান ঘাটে ডুবুরি মোতায়েন। যানজট এড়াতে অস্থায়ী পার্কিং ব্যবস্থা করেছে প্রশাসন।
advertisement

কৌশিকী অমাবস্যার বিশেষ পুজো। প্রতিবারের মতো তারাপীঠ মন্দিরে কয়েক লক্ষ পুণ্যার্থী ইতিমধ্যেই হাজির। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মন্দির ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

- মন্দিরে মোতায়েন কয়েক হাজার নিরাপত্তাকর্মী

- তারাপীঠ মন্দিরে ঢোকার গেটে নজরদারি

- ওয়াচ টাওয়ার, সিসিটিভি, ড্রোনে নজরদারি (চালাচ্ছে পুলিশ)

- তারাপীঠ মহাশ্মশানের বামদেব ঘাটে রয়েছে ডুবুরি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

যানজট মোকাবিলায় ব্যবস্থা নিয়েছে পুলিশ। তারাপীঠ মন্দিরে ঢুকার মুখে কয়েকটি অস্থায়ী পার্কিং করা হয়েছে। পুণ্যার্থীদের জন্য রয়েছে মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা। কৌশিকী অমাবস্যায় শ্মশানে তন্ত্র সাধনা হয়। তাই আগুনের হাত থেকে গাছ বাঁচাতে ব্যবস্থা নিয়েছে তারাপীঠ শ্মশান কমিটি। গতবছর দ্বারকা নদীতে বিহারের পুণ্যার্থীর মৃত্যু হয়। সম্প্রতি কচুয়ার লোকনাথধামে জন্মাষ্টমীর দিনও ঘটে গেছে দুর্ঘটনা। তাই তারাপীঠে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ পুলিশ-প্রশাসন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে আজ আগমন হল এত ভক্তের!