টাকা বাড়বে! Gen z-রা অভ্যাস গড়ে তুলুন শুরু থেকেই, ৮টি জরুরি আর্থিক পরামর্শ মেনে চললেই ধনী হবেন
বেড়েই চলেছে দাম! আজ ৫ লক্ষ টাকার সোনা কিনলে ২০৩০ সালে তার দাম কত হবে? বিনিয়োগের আগে জেনে নিন
স্থানীয় সূত্রে জানা যায়, বীরভূমের নানুর থানার কাকুনিয়া গ্রামের বাসিন্দা সুনীল কুমার মণ্ডল (৬৯) ছেলে বিষ্ণু মণ্ডলকে নিয়ে নতুনহাটে বাজার করতে এসেছিলেন। বাজার সেরে বাইকে বাড়ি ফেরার সময় লোচন দাস সেতুর উপর পিছন দিক থেকে দ্রুতগতির একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকে ধাক্কা মারে। কন্টেনারের পিছনের চাকার তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুনীল কুমার মণ্ডলের। জখম বিষ্ণু মণ্ডলকে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।
advertisement
ঘাতক কন্টেনারটিকে পুলিশ বাজেয়াপ্ত করেছে। চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলকোট থানার পুলিশ কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
রণদেব মুখোপাধ্যায়
