কলকাতা: বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। এবারেও তার ব্যতিক্রম হল না। আজ মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে লোধা, শবর, সাওঁতাল, মুন্ডা ও ভূমিজ সমাজের মানুষজন তাঁদের নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরেন।
advertisement
নিজের বক্তব্যের মাঝেই মুখ্যমন্ত্রী বলেন, ”একটি মেয়ে আমাকে বলল, বাড়ি থেকে চাপ আসছে বিয়ের জন্য। আমি বলব চাপ দেবেন না। এত তাড়াতাড়ি বিয়ে করার দরকার নেই। ওদের নিজেদের পায়ে দাঁড়াতে দিন। তরুণের স্বপ্ন প্রকল্পে ক্লাস ইলেভেনে উঠলে স্মার্টফোন পাবে।”
মমতা এরপরেই কন্যাশ্রী প্রকল্পের কথা তুলে ধরেন। বলেন, ”আগামী ১৪ অগাস্ট কন্যাশ্রী দিবস। আমি কলকাতাতে পালন করব। পরের দিন, স্বাধীনতা দিবস। কিন্তু আমাদের মনে হচ্ছে আমরা কি স্বাধীন? আমাদের মধ্যে যেন কোনও ভেদাভেদ না থাকে। আজ ৩ লাখ মানুষের কাছে ঝাড়গ্রাম প্রশাসন পাঠিয়ে দেবে। আমাদের ৯৪ টি প্রকল্প আছে যা সারা বিশ্বে কোথাও নেই।”
মুখ্যমন্ত্রীর দাবি, ”আমি এসে কন্যাশ্রী চালু করেছিলাম। ইউনাইটেড নেশন এই প্রকল্পকে পুরস্কৃত করেছিল। আমরা এই রাজ্যে সকলে একসঙ্গে চলি। কল্যাণমূলক চিন্তা করবেন। তাতে আপনারা ভাল থাকবেন।”